skip to Main Content

ইভেন্ট I আর্ট ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড সিজন-৩

৪ নভেম্বর র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মোহনা বলরুমে অনুষ্ঠিত হয় ‘বিউটাইন রিভাইভ প্রেজেন্টস, আর্ট ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড সিজন-৩’ নামের উইন্টার অ্যান্ড ওয়েডিং রানওয়ে-২০২২ এর জমকালো আয়োজন। অ্যাটায়ার ক্লাব বিডি ও লামোর ইভেন্টের যৌথ আয়োজনে এই ইভেন্টে তারকা অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম।
ফ্যাশন কিউ শুরুর আগে ফিতা কেটে ফ্যাশন প্যারেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বিউটাইন রিভাইভের ফাউন্ডার ও সিইও রোমানা ওয়াফা, শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান আলম শেঠ, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক, সিইএম ইউপিভিসি ও র‌্যাংকস এফসি প্রপার্টিজের পরিচালক মাহবুব তানভীর, চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক ডা. মুনাল মাহমুদ, হাবিব তাজকিরাজের চেয়ারম্যান রুম্মান আহাম্মেদ, ফ্যাশন ব্র্যান্ড আর্টের চেয়ারম্যান মামুন চৌধুরী, আয়োজক অ্যাটায়ার ক্লাব বিডির ফাউন্ডার আরিফুর রহমান ও স্বাধীন সবুজ এবং লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি ও সাইফ শোয়েব। এ ছাড়া উপস্থিত ছিলেন বন্দর নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
সংগীত তারকা হাসান আরিফের পারফরম্যান্সের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ঢাকা ও চট্টগ্রামের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডের পোশাকের প্রদর্শনী শুরু হয়।

এতে অংশ নেন এ দুই শহরের তারকা মডেলরা। ১০টির বেশি ফ্যাশন কিউ ছিল আয়োজনে। উইন্টার অ্যান্ড ওয়েডিং রানওয়ের এই ফ্যাশন প্যারেডে প্রদর্শিত হয় বিউটাইন রিভাইভ, আর্ট, ফিট এলিগেন্স, মেগা মার্ট, অ্যান্টিক ফ্যাশন, ওয়েস্টউড, অপ্সরা, শেপার ও নোয়াইবার মতো ফ্যাশন হাউসগুলোর পোশাক। শোয়ের কোরিওগ্রাফার ছিলেন আশিকুর রহমান পনি। উপস্থাপনায় ছিলেন মডেল ও অভিনেতা ইমতু রাতিশ।
উইন্টার অ্যান্ড ওয়েডিং রানওয়ে-২০২২ এর অন্যতম আয়োজক অ্যাটায়ার ক্লাব বিডির ফাউন্ডার আরিফুর রহমান জানান, গত দুই সিজনের সফলতার ধারাবাহিকতায় এবার আরও বর্ণাঢ্য এবং জমকালোভাবে উদযাপিত হয়েছে আর্ট-ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড সিজন-৩, পাওয়ার্ড বাই ফিট এলিগেন্স।
আয়োজনের প্ল্যাটিনাম স্পন্সর ছিল বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, ডায়মন্ড স্পন্সর হাবিব তাজকিরাজ, গোল্ড স্পন্সর মেগা মার্ট, সিলভার স্পন্সর টাচ লেডি বিউটি লাউঞ্জ এবং ব্রোঞ্জ স্পন্সর নোয়াইবা। অ্যান্টিক ফ্যাশনের অ্যাসোসিয়েশনের আয়োজিত এ ইভেন্টের কো-স্পন্সর ছিল ওয়েস্টউড বাই এমজেএ, অপ্সরা, শেপার ও জাজতানা বুটিক ওয়ার্ল্ড।

এ ছাড়া এয়ারলাইনস পার্টনার ছিল ইউএস-বাংলা এয়ারলাইনস, আইসক্রিম পার্টনার পোলার, বিউটি পার্টনার আর্ট অ্যান্ড বিউটি বাই আলিফা নুর, হেলথ পার্টনার চিটাগাং ইউরোলজি অ্যান্ড জেনারেল হসপিটাল, ফটোগ্রাফি পার্টনার ট্রায়ো ভিজ্যুয়াল এবং ফটোম্যানিয়া, ভিডিওগ্রাফি পার্টনার সাইবারপাংক স্টুডিও, প্রিন্ট পার্টনার শাইনবিডি, মিডিয়া পার্টনার ক্যানভাস ও আইস টুডে, প্রমোশনাল পার্টনার মেকআপ এডিকটো।

 ফ্যাশন ডেস্ক
ছবি: ট্রায়ো ভিজ্যুয়াল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top