skip to Main Content

বুলেটিন

বুটস বিউটি

২০২৩ সালের ৬ ডিসেম্বর জনপ্রিয় ব্র্যান্ড বুটস-এর শপিং ডেস্টিনেশন ‘বুটস বিউটি’ ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। লন্ডনের আইকনিক বাটারসি পাওয়ার স্টেশনে এর অবস্থান। মোটমাট ২৫০টি ব্র্যান্ড সেখানে একসঙ্গে কিউরেট করা হয়েছে। এ যেন একই ছাদের নিচে জনপ্রিয় অনেকগুলো বিউটি লেবেলের সম্মিলন। যেগুলোর মধ্যে আছে রেম বিউটি, ফেন্টি বিউটি, কাইলি কসমেটিকস, দ্য অর্ডিনারি প্রভৃতি। বুটসের এই বিউটি ওয়ান্ডারল্যান্ডে সৌন্দর্য বিশেষজ্ঞের কাছে ফ্রি কনসালটেশন এবং ক্লিনিক্যাল অ্যাডভাইস নেওয়ার সুবিধাও মিলবে।

কোসারেক্সের ভিটামিন সি সেরাম

উইন্টার স্কিন কেয়ারে অত্যাবশ্যক ভিটামিন সি। এ সময়ের বিউটি প্রোডাক্ট শপিংয়ে উপাদানের তালিকায় এটি থাকবেই। কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড কোসারেক্স বাজারে এনেছে নতুন পণ্য, দ্য ভিটামিন সি ২৩ সেরাম। এর বেশ কয়েকটি বিশেষ দিক রয়েছে। যেমন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ কার্যকর। ত্বকের উপরিভাগ কোমল রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় অ্যাকনে থেকে তৈরি হওয়া দাগ দূর করে। এটি ব্যবহারে হাইপার পিগমেন্টেশনের ঝুঁকি নেই। বলিরেখা তৈরি হতে পারে না। শীতের এ সময়ে দারুণ উপযোগী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সেরামটির।

গ্লসিয়ার রেলমস অব ইউ

সম্প্রতি লন্ডনের বিউটি ব্র্যান্ড গ্লসিয়ার লঞ্চ করছে পপআপ স্টোর। যার পুরোটা সাজানো হয়েছে সুগন্ধি দিয়ে। দ্য গ্লসিয়ার রেলমস অব ইউ নামে। উদ্দেশ্য, ব্র্যান্ডটি সর্বাধিক ক্রেতাপ্রিয় সুগন্ধি ‘গ্লসিয়ার ইউ’র সাফল্য উদ্‌যাপন। লন্ডন শহরের ১৭৩ রিজেন্ট স্ট্রিটে এই প্রজেক্টের জন্য একটি বুথ স্থাপন করেছে গ্লসিয়ার। যেখানে সুযোগ থাকছে সুবাস-সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতা গ্রহণের। লাল রঙের প্রাধান্য দেওয়া হয়েছে এক্সটেরিয়র ডিজাইনে। পুরো পরিকল্পনা সম্পন্ন করেছে গ্লসিয়ারের ইন-হাউস ক্রিয়েটিভ টিম। প্রি-বুকিং করে তবেই ঘুরে দেখা যায় এই অনন্য উদ্যোগ। চলবে ১৪ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top