পোর্টফোলিও । জড়োয়া হাউজ
গয়নাশিল্পে জড়োয়া হাউজের উপস্থিতি ১০০ বছরেরও বেশি সময় ধরে। পুরান ঢাকার ওয়ারী থেকে। পঁচাত্তর বছর ধরে একই জায়গায় অবস্থানের পর স্থান নেয় এলিফ্যান্ট রোডে, তারপর বনানীতে। এখন গুলশানে। স্বাধীনতার আগে প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন এর উদ্যোক্তা নিত্যগোপাল রায়ের ছেলে সুবল চন্দ্র রায়। বর্তমানে পরিচালনা করছেন তারই ছেলে বাদল চন্দ্র রায়। আপোসহীন শুদ্ধতা, সর্বোচ্চ গুণগত মান, নিত্যনতুন ডিজাইন আর আন্তরিকতাই এর সফলতার মূলমন্ত্র। হাউজটি মূলত বিয়ের গয়না তৈরির জন্য বিখ্যাত। নিখাদ আর দৃষ্টিনন্দন গয়নার বিশাল এক সম্ভার রয়েছে এখানে। জড়োয়া হাউজের স্বর্ণ, প্লাটিনাম, হীরা ইত্যাদিতে তৈরি গয়না কেবল দেশে নয়, দেশের বাইরেও সমাদৃত। ঐতিহ্যবাহী এই জুয়েলারি ব্র্যান্ডের ঢাকা ও চট্টগ্রামে তিনটি আউটলেট রয়েছে।
শাখা: মলি ক্যাপিটা সেন্টার, ৭৬ গুলশান অ্যাভিনিউ, ঢাকা; ১৭, রোড ৬, সপ্তক মাহবুবা গ্রান্ডিয়র, ধানমন্ডি, ঢাকা। র্যাডিসন ব্লু চট্টগ্রাম; শহীদ সাইফুুদ্দিন খালেদ রোড, চট্টগ্রাম।
ফেসবুক:www.facebook.com/NewJarwaHouse
ওয়েবসাইট: http://www.jarwahouse.com.bd/
ইনস্টাগ্রাম: jarwahouse
কেয়ার লাইন: ০২-৯৮৮৮৮৮৮, ০১৯১৯২১৭৭৭৭
ছবি: কৌশিক ইকবাল
ওয়্যারড্রোব: ডুরি
গোল্ড নেকলেস
মডেল: তুবা
ডায়মন্ড নেকপিস
মডেল: মিলা
হীরার হার
মডেল: তুবা
পোলকি লহরি নেকলেস
মডেল: তুবা
ডায়মন্ড লহরি নেকলেস
মডেল: মিলা
গোল্ড নবরত্ন লহরি নেকলেস
মডেল:মিলা
গোল্ড লহরি নেকলেস
মডেল: মিলা
গোল্ড কুন্দন এবং এমারেল্ড নেকলেস
মডেল: তুবা