ফ্রম ফ্যাশন উইক I গ্লাস স্কিন গ্লেয়ার
অনুষ্ঠিত হয়ে গেল ছয় দিনব্যাপী মহাযজ্ঞ। পর্দা নামল নিউইয়র্ক ফ্যাশন উইক ফল/উইন্টার ২০২৫-এর। চমক ছিল বরাবরের মতো। এবার রানওয়েতে ট্র্যাডিশনাল বেয়ার স্কিন লুকের বদলে নজর কেড়েছে গ্লাস স্কিন। এই মেগা গ্লোয়ি ফিনিশ সাধারণত কৌশলী ত্বকযত্নের ফলাফল। কিন্তু রানওয়েতেও যে সম্ভব, তা করে দেখিয়েছেন এবারকার ফ্যাশন উইকের মেকআপ আর্টিস্টরা। কিন্তু কীভাবে? মনসের ফ্যাশন শোতে মডেলদের স্কিন প্রেপ করতে ব্যবহার করা হয়েছিল কেট সোমারভিলের স্কিন কেয়ার লাইন হাইড্রাকেট। চকচকে, উজ্জ্বল বেজ তৈরির জন্য। তারপর হালকা হাতে ব্যবহার করা হয়েছে টিল্ট বিউটির পণ্য—চোখ, মুখ আর চোয়ালজুড়ে। প্রথমবারের মতো এবারকার দ্বিতীয় আসরেও ডিজাইনার প্রবাল গুরুঙের শোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল গ্লাস স্কিন। পেছনের পুরো অবদান ব্র্যান্ডটির এক্সক্লুসিভ ফেস পার্টনার কোরিয়ান স্কিন কেয়ার ব্র্র্যান্ড পিচ অ্যান্ড লিলি’র। গেল বার এই জুটি রানওয়েতে সম্পূর্ণ মেকআপ ফ্রি গ্লাস স্কিন লুক তৈরি করে চমকে দিয়েছিল দর্শকদের। নিউইয়র্ক ফ্যাশন উইকের এবারের সিজনে দেখা গেছে তারই আপডেটেড ভার্সন। প্রথমেই নানা ধরনের পণ্য ব্যবহারে মডেলদের জন্য মিনি ফেশিয়ালের আয়োজন করা হয়েছিল ব্যাকস্টেজে। তবে জাদু দেখিয়েছে কোরিয়ান ব্র্যান্ডটির একদম নতুন লঞ্চ হওয়া স্কিন লুমিনাইজিং স্টিক আর গ্লাস স্কিন ডেইলি মিস্ট। কিন্তু যখন শুধু ত্বকযত্নে ভরসা করা যায় না, তখন ভারী হাইলাইটার প্রয়োগেও কার্যসিদ্ধি সম্ভব, তার সত্যতা মিলেছে লাভ শ্যাক ফ্যান্সির উপস্থাপনায়। স্টিলা কসমেটিকসের গ্লোবাল বিউটি ডিরেক্টর চার্লি রিডল মেকআপ দিয়ে দেখিয়েছেন তার মুনশিয়ানা। শিশিরসিক্ত, হাই গ্লাস, গোল্ডেন শ্যাম্পেন গ্লো দেওয়া প্রায় সিক্ত লুক তৈরি করে।
বিউটি ডেস্ক
মডেল: জলি
মেকওভার: পারসোনা
ছবি: ক্যানভাস