বিউটি বক্স
ক্লিনিকের হাই ইম্প্যাক্ট মাসকারা
নিত্যদিনের মেকআপ থেকে শুরু করে উৎসবের দাওয়াত—সবখানেই মাসকারা দারুণ দরকারি। আমেরিকান ব্র্যান্ড ক্লিনিকের ব্যানারে এসেছে হাই ইম্প্যাক্ট মাসকারা। বিল্ডেবল, ভলিউমনাইজিং ফর্মুলায় তৈরি। ব্যবহারে আঁখি পল্লব দীর্ঘ ও ঘন হয়। প্রাকৃতিকভাবে আইল্যাশের সৌন্দর্য বাড়ে। এটি ডারমাটোলজিক্যালি টেস্টেড। তাই সব ধরনের ত্বকের অধিকারীরা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। প্যারাবেন কিংবা ফ্যালেটের উপস্থিতি নেই। তেল ও সুগন্ধি ব্যবহার করা হয়নি। অর্থাৎ কোনো ক্ষতিকর উপাদান এতে নেই। বিনিময় মূল্য প্রায় ২ হাজার টাকা।
ফ্রাংক বডির অরিজিনাল কফি স্ক্রাব
অস্ট্রেলিয়ার হাই পারফরম্যান্স স্কিন কেয়ার ব্র্যান্ড ফ্রাংক বডির জনপ্রিয় পণ্য অরিজিনাল কফি স্ক্রাব এখন বাংলাদেশের বাজারে। এর মূল উপাদান কফি। কিন্তু তা যেনতেন নয়; আফ্রিকার বিশ্বসেরা রোবাস্তো কফি। সঙ্গত দিয়েছে কোল্ড প্রেস করা সুইট আমন্ড অয়েল, একটুখানি সামুদ্রিক লবণ, ব্রাউন সুগার, কমলার তেল, ভিটামিন ই, সয়াবিন তেল আর দারুচিনি থেকে প্রাপ্ত বেনজাইল অ্যালকোহল। এসব উপাদান জাদুর মতো কাজ করে ত্বকে। মুছে দিতে চেষ্টা করে ব্রেকআউট, দাগ, স্ট্রেচ মার্ক। প্যারাবেন আর ফ্যালেটসের উপস্থিতি নেই। শুষ্ক ত্বকসহ যেকোনো ত্বকে ব্যবহারের উপযোগী। ভেগান পণ্য। কেনা যাবে ৩ হাজার ৫০০ টাকায়।
ভালডে আরমোর ভ্যাসেল লিপ সেট
বিশ্বের দামি লিপস্টিকের তালিকা করা হলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি ভালডে আরমোর ভ্যাসেলের নাম আসবেই। সোনায় মোড়ানো এর প্যাকেজিং। আধুনিক নারীকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে করা হয়েছে নকশা। তাতে আবার বসানো আছে ছোট একটি আয়না। ক্রেতাকে বিশেষ অনুভব করানোর মতো সব আয়োজন আছে এতে। লিপস্টিক স্যাটিন ফিনিশের। হালকা ও সিল্কি টেক্সচার। হায়ালুরনিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট বোটানিক্যাল নির্যাসসমৃদ্ধ। ঠোঁটের ময়শ্চার ধরে রাখতে সক্ষম। কোনো ধরনের সুগন্ধির উপস্থিতি নেই। প্যারাবেন, গ্লুটেন, সালফেট ও অ্যালকোহলমুক্ত। সব মিলিয়ে আটটি শেডে এই লিপস্টিক পাওয়া যায়। লালের কয়েকটি শেড ছাড়াও আছে গোলাপি, ম্যাজেন্টা, পিচ ও অরেঞ্জ থেকে পাওয়া শেড। দাম পড়বে ২৫ হাজার টাকা।
নাতাশা ডেনোনের রোজ চিক ডুয়ো অরনামেন্ট
ক্রিম ব্লাশ আর হাইলাইটারের সহাবস্থান। সাইজে মিনি। ডেইলি অফিসের ব্যাগে কিংবা ট্রাভেলিং কিটে পুরে সঙ্গে রাখা যাবে অনায়াসে। ব্লাশের রং রোজি কোরাল। তার সঙ্গে যুক্ত আছে লাইট মিডিয়াম হাইলাইটার। এই ক্রিমি ব্লাশ ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়। তাই সাজ কৃত্রিম মনে হয় না। আবার হাইলাইটারটির উজ্জ্বলতা মধ্যম শ্রেণির হওয়ার কারণে দিনের ও সন্ধ্যার সাজে উপযোগী। নাতাশা ডেনোন এই পণ্য তৈরিতে কোনো ধরনের তেল ব্যবহার করেনি। আবার অ্যালকোহল ও প্যারাবেনের উপস্থিতিও নেই। তাই ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নেই। আঠারো মাস অবধি ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। মূল্য প্রায় ৩ হাজার ৫০০ টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ