বুলেটিন
মেকআপ ইন লস অ্যাঞ্জেলেস ২০২৫
বিজনেস টু বিজনেস বিউটি ইভেন্ট মেকআপ ইন লস অ্যাঞ্জেলেসের এ বছরের আয়োজন ছিল ১২ ও ১৩ ফেব্রুয়ারি। স্থান নির্ধারিত হয়েছিল লস অ্যাঞ্জেলেস কনভেনশন সেন্টার। ১৪০ জন প্রদর্শকসহ এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ সাপ্লাইয়াররা। স্কিন কেয়ার এবং মেকআপের বিভিন্ন ব্র্যান্ডের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। প্যাকেজিং নিয়েও ছিল বিশেষ আয়োজন। বর্তমান বিশ্বে বিউটি প্রোডাক্টের প্যাকেজিং নিয়ে সচেতনতা তৈরি হওয়ার কারণে সেখানে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়েছে। তাই আধুনিকায়নের উদ্দেশ্যে মোড়কের নকশা ও উপাদান নিয়ে আলোচনা হয়। ২০১৮ সাল থেকে নিয়মিত আয়োজিত হচ্ছে এই বিউটি ইভেন্ট। নতুন পণ্য, ট্রেন্ড এবং প্যাকেজিং সল্যুশন এর মূল বিষয়।
অ্যামিউজের ভাগ এবার ল’রিয়েলে
ওমানের সুগন্ধি ব্র্যান্ড অ্যামিউজের মালিকানার একটি ছোট অংশ কিনে নিয়েছে ফ্রেঞ্চ কসমেটিক ব্র্যান্ড ল’রিয়েল। কিন্তু তার অর্থমূল্য ঠিক কত, তা প্রকাশ্যে আনা হয়নি। এই ওমানি সুগন্ধি বিখ্যাত হওয়ার পেছনে দুটি বিষয় গুরুত্ব পেয়েছিল। এর একটি ব্যবহৃত উপাদান, অন্যটি সুগন্ধির উচ্চ মান। ১৯৮৩ সালে ওমানের তৎকালীন সুলতান আল বু সাঈদের পরিবারের পারফিউম বিজনেস এটি। তাহলে বলাই যায়, রাজকীয় মালিকানা থেকে সামান্য ভাগ কিনে নিয়েছে ল’রিয়েল। তা-ই হয়ে দাঁড়িয়েছে অসামান্য। কারণ, এই পারফিউমের ক্রেতা চাহিদা বেশ। বিস্তারিত জানা যায় তাদের গত বছরের ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে। যেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ২০ শতাংশ লাভ করতে সক্ষম হয়েছে ব্র্যান্ডটি। তিন বছর ধরে এর পরিমাণ প্রায় দ্বিগুণ। বর্তমানে ২০১ মিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে অ্যামিউজের।
ইএলএফের সঙ্গী মেগান ট্রেইনার
মার্কিন সংগীতশিল্পী মেগান ট্রেইনার ক্যালিফোর্নিয়ার কসমেটিক ব্র্যান্ড ইএলএফের সঙ্গে যুক্ত হয়েছেন। উদ্দেশ্য, ট্রেইনারের সংগীত জগতে প্রবেশের এক দশক উদ্যাপন। এই গায়িকার প্রথম অ্যালবাম ‘টাইটেল’ ঠিক দশ বছর আগে বাজারে এসেছিল। হয়েছিল দারুণ শ্রোতাপ্রিয়। সেই মধুর স্মৃতির দশ বছর পূর্তিকে বিশেষ করে রাখতে ইএলএফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই শিল্পী। ইএলএফ এই কোলাব ঘিরে দুটি বান্ডেল প্যাকেজ এসেছে বাজারে। একটির শিরোনাম গ্লো পাউডার ফিল্টার, অপরটি ক্লাউড স্কিন। দুটিতেই আছে নতুন পাউডার ফিল্টার, হলো গ্লো লিকুইড ফিল্টার, লিপ গ্লিমার এবং আই মাস্ক। এত সব আয়োজন যে অ্যালবাম ঘিরে, ২৮ মার্চ সেটির হবে রি-রিলিজ।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ