ফ্রম ফ্যাশন উইক I ব্রাশড ব্যাক
গেল প্যারিস ফ্যাশন উইকে স্লিক এই হেয়ারস্টাইলের উপস্থিতি ছিল নজরকাড়া। মিউ মিউ-এর ফ্যাশন শোতে হেয়ারস্টাইলিস্ট গুইডো পালার্ডকে মডেলদের চুল টিজ করে নিয়ে পেছনে টেনে লো-কি বুফোতে বেঁধে নিতে দেখা গেছে। একই পথে হেঁটেছেন টম ফোর্ডের হেয়ারস্টাইলিস্টও। মডেলদের হিচকোকিয়ান হেয়ারস্টাইলে সেটারই প্রমাণ মিলছিল যেন। ভ্যালেন্তিনো আর লুই ভিতোঁতে মডেলদের পরানো হয়েছিল হেডব্যান্ড, চুল পেছনে টেনে ধরার জন্য। অন্যদিকে ইয়োজি ইয়ামামোতোর শোতে মডেলদের চুলে মেখে নেওয়া হয়েছিল জেল। স্লিক স্টাইল তৈরিতে। হেয়ারস্টাইল জায়গামতো ধরে রাখতে আরও ব্যবহার করা হয় স্কাল্পচারাল স্টাইলিং ক্লিপ। এরমেসের শোতে হেয়ারস্টাইলিস্ট গ্যারি গিল ব্যবহার করেন ল’রিয়েল প্যারিস হেয়ার স্প্রে আর তার পছন্দের জাপানিজ হেয়ার ব্রাশ। স্লিক, সোয়েপ্ট ব্যাক লুকের জন্য।
বিউটি ডেস্ক
মডেল: স্নিগ্ধা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: সানায়া কুটর
ছবি: নাইমুল ইসলাম
