রাশি I পুরোনোর প্রত্যাবর্তন
মিথুন
পকেটের অবস্থা তো নেহাত মন্দ নয়। যাত্রা ও আর্থিক অবস্থার এমন শুভ সময়ে ঘরে বসে থাকলে চলে? বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ুন। তবে ফিরে আসার পর থাকছে কাজের পাহাড়। চিন্তা কি? দিল খুশ থাকলে পাহাড় টপকানোর মনোবল এমনিই চলে আসে। মাসখানা ফুর্তিতেই কাটুক।
কর্কট
কাজের জায়গায় দম ফেলারও সময় পান না। তবে এর ফল সুখকর হবে। কোনো রকম অন্যায় কাজে নিজেকে জড়াবেন না। পরিবারের লোকজনের কথা মেনে চলার চেষ্টা করুন।
সিংহ
মাসটিতে গত কিছুদিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার বিস্তর সুযোগ পাবেন। কিছু সমস্যার সম্মুখীনও হতে পারেন। তবে বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা ও পরামর্শে সেগুলো উতরে যাবেন। সৃজনশীল কাজে ব্যাপক প্রশংসার যোগ রয়েছে।
কন্যা
ভীষণ ব্যস্ততায় সময় কাটছে, জানি। যদিও তা ক্লান্ত করছে না মোটেই। কর্মক্ষেত্রে আরও যত্নবান হওয়া জরুরি। কেননা, সামনে কাজের ভার আরও বেড়ে যাওয়ার সুযোগ রয়েছে। তার সঙ্গে মাইনেও। পারিবারিক সমস্যার ব্যপারে এবার ফলপ্রসূ সমাধান পেতে যাচ্ছেন।
তুলা
পারিবারিক সংকটে কিছুটা বিপর্যস্ত? আরও কিছুদিন এই অবস্থার মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে লেনদেন-সংক্রান্ত ও প্রাতিষ্ঠানিক কাজে তেমন ঝামেলায় পড়তে হবে না। মাসের শেষের দিকে রয়েছে সুসময়ের ইঙ্গিত। তাই মনখারাপকে মনের ওপর জেঁকে বসতে না দিয়ে সুন্দর সময়টা আরও সুন্দর করে কাটানোর ছক এঁকেই ফেলুন।
বৃশ্চিক
এ মাসে আর্থিক যোগ শুভই বলা চলে। কী, দন্ত বিকশিত হয়ে গেল তো? একটু রয়ে-সয়ে দাঁত বের করুন; কেননা, খরচের যোগও যে রয়েছে! শরীর কিছুটা ভোগাতে পারে; তবে মনের আবহাওয়া ভালোই থাকবে। যতই ব্যস্ত থাকুন, নিজের প্রতি যত্নবান হতে ভুলবেন না যেন।
ধনু
ভ্রমণের দারণ সুযোগ রয়েছে। প্রিয়জনকে নিয়েই বেরিয়ে পড়ুন না! মাস শেষে ব্যস্ত সময় কাটানোর জন্য নিজেকে রিলোড করে নিন। শরীর কিছুটা বিগড়াতে পারে। যত্নে থাকুন।
মকর
সময়টা একটু বৈরী যাচ্ছে বৈকি; তাতে মন ভার করে বসে থাকবেন না যেন। এবার সুদিন এলো বলে। সময়টার জন্য নিজেকে তৈরি রাখুন। ম্যালা কাজ সেরে ফেলা দরকার। পাওনা টাকা হাতে আসার যোগও রয়েছে। সব মিলিয়ে ভালো-মন্দ মেশানো একটি মাস যাবে।
কুম্ভ
ঝড় মোকাবিলার জন্য মনের জোর দরকার; তা আপনার রয়েছে, জানি। তাই অল্পতেই আপনার দৃঢ় মানসিকতায় চিড় ধরার কথা নয়। প্রস্তুত হয়ে যান; আসন্ন ঝোড়ো হাওয়া হটিয়ে দেওয়ার জন্য। মাস শেষে অপেক্ষা করছে সারপ্রাইজ।
মীন
জমে থাকা কাজগুলো সারতে তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে গুছিয়ে করুন। পুরোনো কোনো সম্পর্ক নতুন করে সামনে আসবে। এ ক্ষেত্রে নিজেকে গুটিয়ে না রেখে সহজ হওয়ার চেষ্টা করুন। মাস শেষে সময়টা খারাপ যেতে পারে।
মেষ
সময় বেশ বাজে যাচ্ছে আপনার। কিছুটা দম নিয়ে সমস্যার সমাধানে নেমে পড়ুন। পরিশ্রম কখনো বৃথা যায় না। তবে কাজগুলো সারতে হবে গুরুত্ব অনুযায়ী ধারাবাহিকতা মেনে। এতেই কাটিয়ে উঠতে পারবেন সব ঝঞ্ঝাট।
বৃষ
বেশ ফুরফুরে থাকবেন। যেসব কাজের প্ল্যান করে রেখেছেন, সহজে সারতে পারবেন। তবে পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্ন সময় পার করতে হতে পারে। বিশেষ সম্পর্কের ব্যাপারে যত্নবান থাকা চাই।
