skip to Main Content

বুলেটিন

বেলা হাদিদের সুগন্ধি এবার যুক্তরাজ্যে

২০২৪ সালে বেলা হাদিদের নিজস্ব সুগন্ধি ব্র্যান্ড অরাবেলা বাজারে আসে। এই পারফিউম শুধু যে এই তারকার জন্য বিশেষ হয়ে আছে, তা কিন্তু নয়। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাও আছে। যেমন এটি তৈরির অন্যতম প্রধান উপকরণ এসেনশিয়াল অয়েল। বেলা হাদিদ তার ব্র্যান্ডের এই সুগন্ধিগুলোকে ইনটেনশনাল স্কিন পারফিউম বলে থাকেন। কারণ, ত্বকের সঙ্গে মিশে গিয়ে ও অনন্য ঘ্রাণ তৈরির গুণ আছে এতে। এখন থেকে পাওয়া যাবে যুক্তরাজ্যেও। চারটি ধরনে। যুক্তরাজ্যের সুগন্ধিপ্রেমীরা নিজেদের চাহিদামতো বেছে নিতে পারবেন।

ফিউচার রেডি ল’রিয়েল

সুইজারল্যান্ডের আইএমডি বিজনেস স্কুল তাদের ২০২৫ সালের ফিউচার রেডিনেস শিরোনামের রিপোর্টে ভবিষ্যতের জন্য প্রস্তুত কসমেটিক ব্র্যান্ড হিসেবে ল’রিয়েলের নাম ঘোষণা করেছে। এই স্বীকৃতিতে সৌন্দর্য প্রসাধন কোম্পানিটির প্রযুক্তিগত উদ্ভাবন, গবেষণা, উন্নয়নের জন্য বিনিয়োগ এবং বৈচিত্র্যময় বাজার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর বাইরেও বেশ কিছু প্রযুক্তিগত উন্নয়ন করেছে ল’রিয়েল। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলস ভার্চুয়াল ট্রাই-অন অ্যাপস এবং স্কিন ডায়াগনস্টিকস ডেভেলপ করেছে। আবার বিক্রয়ের প্রায় ৩.৫% গবেষণা এবং উন্নয়নকাজে ব্যবহার করে। বৈশ্বিক উপস্থিতিও বেশ। টেকসই ও পরিবেশবান্ধব। এসব বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

পাম এঞ্জেলস X রেভলন

ইতালির লাক্সারি ব্র্যান্ড পাম এঞ্জেলসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড রেভলন। উদ্দেশ্য—রেভলনের হাত ধরে প্রথমবারের মতো পারফিউম লাইন বাজারে আনবে পাম এঞ্জেলস। বছরটি ২০২৭। আগেভাগেই সম্পন্ন করা হয়েছে চুক্তি। এবারে শুরু হবে কর্মযজ্ঞ। নারী ও পুরুষ—উভয়ের জন্যই তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাম এঞ্জেলসের প্রতিষ্ঠাতা ফ্রান্সেস্কো রাগাজ্জি ২০১৫ সালে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন। দশ বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। রেভলনের সিইও মিশেল পেলুসো এ বিষয়ে বলেন, পাম এঞ্জেলসের সঙ্গে এই চুক্তি আমাদের সুগন্ধির বাজারের কলেবর আরও বাড়াতে ভূমিকা রাখবে।

 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top