ফিচার I গ্লসি
লুক বদলের খেলায় এবার যোগ হলো চকমকে গ্লসি। ম্যাট বিউটি বক্স সরিয়ে রাখতে হবে আপাতত। এই এপিক ট্রেন্ডের খাতিরে
মেকআপে প্রডাক্ট, টেক্সচার আর কালার নিয়ে মজায় মেতে থাকা যায়। এবার তাতে যোগ হলো গ্লসি মেকআপ।
সৌন্দর্যসন্ধানীরা ট্রেন্ডি থাকার তাগিদে চোখ রাখেন বিভিন্ন ফ্যাশন উইকের রানওয়েতে আর বিভিন্ন ফেস্টিভ্যালের দিকে- তারকারা কখন কোন মেকআপে রানওয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। সাম্প্রতিক রানওয়েগুলোয় আর রেড কার্পেটে গ্লসি মেকআপ প্রবেশ করেছে তার জাদুকরী মোহনীয়তা নিয়ে। চকচকে স্কিন টোন, সাদাসিধে গ্লসি আই মেকআপ ও ঠোঁট নিয়ে তারকারা অনায়াসেই উপস্থিত হচ্ছেন জনসম্মুখে।
ট্রেন্ডটি এতটাই জনপ্রিয় হয়ে উঠছে যে, অনেক মেকআপ আর্টিস্ট ম্যাট মেকআপ ব্যাক ডেটেড হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। কেননা মেকআপ ইভেন্টগুলোতেও এই গ্লসি মেকআপ নিয়ে আলোচনা চলছে, কোন মেকআপ তারা বেছে নেবেন- শাইনি না ম্যাট? বোদ্ধারা বলছেন, ম্যাট মেকআপ ব্যাক ডেটেড না হলেও এই গ্লসি মেকআপ জারি থাকবে দীর্ঘদিন।
নব্বইয়ের দশক মাত করা এই বোল্ড ও ক্লিয়ার মেকআপ পাশাপাশি রয়ে যাবে আরও বেশ কয়েকটি বছর। গ্লিটার বা শিমারের জনপ্রিয়তা বাড়বে- এমন আভাস দিচ্ছে ফ্যাশনউইক ও বিউটি ব্র্যান্ডগুলো। এ ছাড়া মেকআপ আর্টিস্টরা বেছে নিয়েছেন গ্লসি মেকআপের এমন কিছু পদ্ধতি, যা দিনে ও রাতে সমানভাবে ব্যবহার করা যাবে। সব মিলিয়ে গ্ল্যামারের একটুখানি স্পর্শ আছে, এমন লুক নিয়েই গ্লসি মেকআপ এখন ট্রেন্ডি।
এই ট্রেন্ড মেনে বিভিন্ন বিউটি ব্র্যান্ড কাজ শুরু করে দিয়েছে অনেক আগে। ব্র্যান্ডগুলোর রেঞ্জে রয়েছে ক্লিয়ার, কালারফুল ও মেটালিক কালারের নানান পণ্য। যেমন ফাউন্ডেশনে বিভিন্ন কালারের অয়েলি প্রডাক্ট পাওয়া যাচ্ছে, যা এক পরতেই ত্বকে এনে দেবে চকচকে মসৃণ ফিনিশ। শুধু স্কিন টোনের সঙ্গে মিলিয়ে নিলেই হলো।
উজ্জ্বল ও কন্ডিশন্ড ত্বক পেতে অনায়াসেই বেছে নেওয়া যেতে পারে গ্লসি মেকআপ লুক। সতেজ, ওয়েটি ও দীপ্তিময় মুখত্বকের সঙ্গে জোট বাঁধবে গ্লসি আই বা লিপ, এমন লুকই সবাই পেতে চাইবেন। অনেকে ভাবছেন, গ্লসি মেকআপ কিটস শুধু হালকা রঙেরই হয়। কিন্তু এই ধারণা থেকে সরে আসার সময় এসেছে। সময় এখন একটি এপিক ট্রেন্ড উপভোগ করার। যেখানে হালকা রঙের বা ক্লিয়ার মেকআপ প্রডাক্টের পাশাপাশি গ্লসি বোল্ড কালারের জয়জয়কার। এই ট্রেন্ডে রঙিন হয়ে আসছে হাইলাইটারও। অবশ্যই তা গ্লিটারি। এই পরিবর্তন নিরীক্ষামনস্ক তরুণ প্রজন্ম বেশ ভালোভাবেই নিয়েছে।
মেকআপটি পেতে কোনো ঝক্কি নেই। বিভিন্ন ধরনের অয়েলি ও ময়শ্চারাইজার ফাউন্ডেশন, গ্লিটার আই ক্রিম, ম্যাজিক ক্রিম ও গ্লসি মেকআপ কিট সহজে লুকটি পেতে সাহায্য করবে।
সামান্য লিপ গ্লস চোখের পাতায় ছড়িয়ে শুরু করতে পারেন একটি দিন। অথবা গ্লসি লুক তৈরির জন্য একটি ম্যাট আইশ্যাডো লাগানোর পর এর উপর দিয়ে দিন ক্লিয়ার লিপ বাম বা গ্লস। ওয়াটারপ্রুফ আইশ্যাডোর ক্ষেত্রে বেছে নিন শিমার ফর্মুলা আর এটি প্রয়োগের সময় আঙুল ব্যবহার না করে অবশ্যই ব্রাশ ব্যবহার করতে হবে। কেননা সামান্য পরিমাণ তেলও এই শ্যাডোর দীর্ঘস্থায়িত্ব কমিয়ে দিতে পারে। যা হাত থেকে লেগে যেতে পারে।
স্মোকি আই মেকআপও এই ট্রেন্ডের বাইরে যাচ্ছে না। এতে মেটালিক ও শিমারি কালারগুলো প্রাধান্য পাচ্ছে। রেড ও পার্পলের মতো গাঢ়, শাইনি কালারগুলো এতে ভিন্ন মাত্রা যোগ করবে। গ্লস আর ভাইন ফিনিশড লাইনার তো থাকছেই, সঙ্গে যোগ হচ্ছে উজ্জ্বল মেটালিক আই মেকআপ। সিলভার বা গোল্ডেন বেজ গ্লস আই মেকআপ লুকে তৈরি করবে একটি পপ ইফেক্ট। এ ছাড়া গরমে কেউই পুরো মুখে মেকআপের চাপ নিতে চান না। এ ক্ষেত্রে একটি কুল মেটালিক শ্যাডো যেকোনো গ্রাফিক শেপে লাগিয়ে নিলে তা এনে দেবে চটপটে ও স্টাইলিশ লুক। মানে, লুকে যোগ হতে যাচ্ছে গ্লসির চাকচিক্য। সামনের কয়েকটি বছর তা জ্বলজ্বল করবে নিশ্চয়ই।
গত কয়েক বছর ম্যাট লিপের প্রাধান্য থাকলেও গ্লসি সদর্পে বিরাজ করছে। লিকুইড ম্যাট লিপস্টিকের আধিপত্যও ছিল; কিন্তু লিপ গ্লসের রিফ্রেশিং চেঞ্জের অসাধারণ ক্ষমতার কাছে এটি হার মেনেছে। যা অবসাদ দূর করে উজ্জ্বল, তারুণ্যদীপ্ত লুক তৈরিতে অসামান্য। ফলে এক্সট্রা শাইনি, ক্লিয়ার, শাইনি শেমলেস এমন ধরনও গ্লসিতে যোগ হচ্ছে। থ্রিডি ডাইমেনশন লিপ, গ্লিটার অথবা ক্লিয়ার গ্লস নতুন মাত্রা এনেছে প্রগাঢ় ঠোঁটে। হাই-গ্লিটার গ্লস পুরো ঠোঁটে বা মাঝ বরাবর লাগানোর রীতি আগামী কয়েক সিজনের ট্রেন্ডে বজায় থাকবে। মেকআপের চাপ এড়িয়ে কেবল বোল্ড গ্লসি লিপেই হয়ে ওঠা যায় অনন্য। এই হাই ইমপ্যাক্ট লিপ তৈরি করে নিতে ঠোঁট জোড়া ভরাট করে নিন লাল লিপ পেনসিলে। এর ওপর এক কোট ম্যাট লাল লিপস্টিক। এরপর এটি সিল করে দিন ক্লিয়ার গ্লসের এক পরতে। এ ক্ষেত্রে লালের বদলে পছন্দসই যেকোনো প্রগাঢ় বা হালকা লিপকালার বেছে নিতে পারেন। তবে লিপ পেনসিল ও লিপস্টিক একই রঙের হতে হবে।
দুটি রঙের টেক্সচার মিক্স করতে ভয় পাবেন না। যেমন ম্যাট লিপের সঙ্গে গ্লসি আই লুকে যোগ করবে ভিন্ন এক আবেদন। আর মুখত্বক নিয়ে বলতে গেলে, একটি ন্যাচারাল কমপ্লেকশন, ক্রিম ব্লাশঅন ও পিচ্ছিল মাসকারা দিনের মেকআপের জন্য আদর্শ। আবার রাতের মেকআপ কিছুটা লাউড করতে চাইলে হাইলাইট স্কিন ও ক্লিয়ার গ্লসি লিপের জুটি হবে জুতসই। আরেকটি চমৎকার গ্লসি আইলুক হলো রোজগোল্ড লুক। চোখে ক্লিয়ার গ্লসের সঙ্গে ঠোঁটে উজ্জ্বল বেরি শেড বা একটি রোজগোল্ড কিংবা বারগেন্ডি রঙা আইগ্লস চমৎকার জুটি হতে পারে ম্যাট রেড লিপের সঙ্গে। মনে রাখা চাই, রেডের বিভিন্ন গাঢ় শেড, বারগেন্ডি- এসব রঙই ট্রেন্ডে ভর করে থাকবে বহুদিন। আবার একটি ক্লিয়ার গ্লস মিক্স করে নেওয়া যায় বোল্ড আইশ্যাডোর সঙ্গে। তা হতে পারে মেরিন ব্লু বা ফরেস্ট গ্রিন কালারের। সঙ্গে ন্যুড লিপ।
ওয়েটি, কিছুটা বুনো আর চমৎকার সোজাসাপ্টা নতুন এই মেকআপ ট্রেন্ড একেবারেই আনকোরা লুক এনে দেবে। আপাতত ম্যাট মেকআপ কিটস সরিয়ে রাখুন। সময় এখন জেলি-লুক ট্রেন্ডের।
তাসমিন আহমেদ
মডেল: লামিজা
মেকওভার: পারসোনা
ছবি: ক্যানভাস