skip to Main Content
Jun @ July rashi

রাশি I সম্পত্তি সামাল

কর্কট
যত মুশকিল তত আসান। এই বাণী মাসটিতে আপনার জন্য প্রযোজ্য। কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে যে ঝামেলাগুলো রয়েছে, সেগুলো মোকাবিলায় পরিচিতজনদের পাশে পাবেন নিরন্তর। বিপদে বন্ধু পাশে থাকলে আর কী চাই? তবে চিনে রাখুন, কারা আপনার বিরুদ্ধে চক্রান্তে মেতেছে। বাকি জীবন এদের কাছে ঘেঁষতে দেবেন না। এত কিছুর মধ্যেও প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আনন্দময়তায় কাটবে।

সিংহ
কিছু সমস্যা আছে, যেগুলো সমাধানে বেশ কৌশল প্রয়োগের প্রয়োজন হয়। এবার তেমনই কিছু সমস্যায় পড়তে পারেন। আশা করি আপনার তীক্ষ্ণ বুদ্ধিতে এবারও তা উতরে যাবেন। মানুষের পাশে দাঁড়ান, এই অভ্যেস আপনার মানসিক শক্তি বাড়িয়ে দেবে; যা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করবে। পেশাগত জীবনে খ্যাতির যোগ রয়েছে। সেই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটবে।

কন্যা
দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য মাসটি বেশ জুতসই। তবে এ মাসে কিছু কাজ শুরু করার পর মাঝপথে গিয়ে দেখবেন, ভুল পথে এগোচ্ছেন! তাতে ঘাবড়ে না গিয়ে সামলে নেওয়ার চেষ্টা করুন। এক ধাপ পিছিয়ে পড়া মানে সিদ্ধান্ত ভুল, এমনটা নয়। ভুলটুকু বুঝে নিয়ে আবার শুরু করুন। আত্মীয়-পরিজনের সঙ্গে কিছুটা দূরত্ব রেখে চলুন। অতিরিক্ত খরচ একদম নয়।

তুলা
বেশ কিছু পরিবর্তনের সম্মুখীন হতে যাচ্ছেন। তবে পরিস্থিতি যা-ই থাকুক, মাথা ঠান্ডা রেখে তা সামাল দেওয়ার চেষ্টা করুন। ভাববেন না পুরো মাসটাই বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। এর মধ্যে কিছু পরিবর্তন বেশ ইতিবাচক প্রভাব ফেলবে জীবনে। সুখের বিষয় হলো, এ মাসে পারিবারিক জীবন বেশ ভালো কাটবে। খরচের বেশ ভালো যোগ রয়েছে। তৈরি থাকুন।

বৃশ্চিক
সামনে অনেক পথ। সঠিকটি ঠিক করার দায়িত্ব অপরের হাতে অর্পণ না করে নিজেই বের করে নিন। সেটাই শুভ ফল বয়ে আনবে। পরিবার আপনার কাজের প্রেরণা হিসেবে পাশেই থাকবে। সুতরাং মাসটিতে যে চড়াই-উতরাই রয়েছে, সেটি অতিক্রম করা কঠিন কোনো কাজ হবে না আশা করি। তবে সম্পত্তিবিষয়ক পরিস্থিতি খুব ভেবে-চিন্তে সামাল দেওয়ার চেষ্টা করুন। মাস শেষে রয়েছে আনন্দঘন কিছু ক্ষণ।

ধনু
নিজের ভুল বা ব্যর্থতার জন্য অপরকে দায়ী করা মোটেই কাজের কথা নয়; বরং এই বিষয়গুলো মেনে নিয়ে উত্তরণের উপায় খুঁজুন। পরিজনের সঙ্গে ঝঞ্ঝাটময় সময় কাটবে। তা থেকে পরিত্রাণ পেতে ভালোবাসাই যথেষ্ট। সেটি প্রকাশের মাত্রা বাড়িয়ে দিন। মেঘ কেটে যাবে। তবে নানান প্রতিকূলতার মধ্যেও কর্মক্ষেত্রে সাফল্য অবশেষে আপনার ঝুলিতেই পড়বে।

মকর
শুরুটা যেমন চমৎকারভাবে হয়েছে, মাসের শেষটাও বিন্দাস কাটবে। শুধু খেয়াল রাখুন সৌভাগ্যময় সময় যেন আপনার অবহেলায় পাশ কাটিয়ে চলে না যায়। অনুৎপাদনশীল কাজে সময় ও শক্তি ব্যয় করবেন না। এ ব্যাপারে সচেতন হওয়ার সময় এসেছে; বিশেষ করে কর্মক্ষেত্রে সব কাজে আরও সাবধান হোন। এ ছাড়া বাকি সময়টা এনজয় করে কাটিয়ে দিন।

কুম্ভ
কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। মোটেই তাড়াহুড়ো করবেন না। এই সিদ্ধান্তগুলোর ওপর নির্ভর করছে পেশাগত ও পারিবারিক স্থিতিশীলতা। প্রয়োজনে দুটো দিন নির্জনে কাটিয়ে আসুন। নিজেকে কাজকর্ম থেকে ছুটি দিয়ে সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে বলে উদার হস্তে খরচা শুরু করে দেবেন না যেন। বিশেষ সম্পর্কের প্রতি যত্নবান হোন।

মীন
মাঝে মাঝে বড় বেশি বিভ্রান্ত হয়ে যান। এতে অনেক সময় সঠিক পথ থেকে দূরে সরে পড়েন। চলতি মাসে এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন। কেননা একটা ছোট্ট ভুল এ মাসে আপনাকে বড় ক্ষতির পথে টেনে নিয়ে যেতে পারে। দুশ্চিন্তায় পড়ে গেলেন নাকি? শুধু একটু সাবধানে চলুন। ব্যস, তাতেই হবে। আর পুরো মাস আরামসে আনন্দে কাটিয়ে দিন।

মেষ
যে সাফল্য সামনে রয়েছে, তার জন্য পরিশ্রম একটু বেশিই করতে হবে এবার। সময়ের দৈর্ঘ্যও একটু বেশি হবে। পেশাগত সাফল্য এবার আর অধরা থাকবে না। তবে সাফল্যের পিছু ছুটতে গিয়ে পরিবার ভুলে থাকবেন না যেন। মাসজুড়ে একটু সাবধানে থাকুন। মাসের শেষের দিকে রয়েছে উজ্জ্বল কিছু সময়।

বৃষ
অতীত নিয়ে এতটা চিন্তিত থাকা কাজের কথা নয়। এবার সেখান থেকে বেরিয়ে আসুন। এখন বর্তমান সম্পর্কে জ্ঞাত হওয়া অনেক বেশি জরুরি ও বাস্তবসম্মত। অন্য কারও মাধ্যমে প্রভাবিত না হয়ে নিজের মতামতকে প্রাধান্য দিন। এই মাসে নতুন কোনো সম্পর্কে না জড়ানোই ভালো। যতটা সম্ভব প্রফুল্ল থাকার চেষ্টা করুন। এতে কর্মোদ্দীপনা বাড়বে।

মিথুন
মাসের শুরুটা হতাশা দিয়ে শুরু হলেও মাসজুড়ে তা বিরাজ করবে না। তবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা চাই। কাছের মানুষের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ায় তৃতীয় কাউকে প্রবেশের সুযোগ দেবেন না। ব্যয়ের দিকটা একটু নিয়ন্ত্রণে রাখুন। কেননা এ মাসের আয়ের দিকটা একটু নিম্নগামী হতে পারে। তবে কোনোভাবেই ঋণের পথ মাড়াবেন না যেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top