skip to Main Content

বিউটি বক্স

এএলএফের হলি হাইড্রেশন ফেস ক্রিম

লাইটওয়েট ময়শ্চারাইজিং ক্রিম। ত্বকের শুষ্কতা দূরে রেখে আর্দ্রতা নিশ্চিত করে। খুব সহজে ত্বকে মিলিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তাই ব্যবহার আরামদায়ক। যার উপকারিতা অনুভব করা যায় পরবর্তী সাত দিন, এই মত জরিপে অংশ নেওয়া শতভাগ ব্যবহারকারীর। নিয়াসিনামাইডের উপস্থিতি আছে। তাই ত্বকের পোর দূর করে; হয় মসৃণ। সব ধরনের ত্বকে ব্যবহারের উপযোগী। দিন ও রাত—দুই সময়ে ব্যবহার করা যেতে পারে। ক্রয়মূল্য প্রায় ১ হাজার ৫০০ টাকা।

আমিকা রিসেট কুলিং জেল কন্ডিশনার

নিউইয়র্কের হেয়ার কেয়ার ব্র্যান্ড এটি। বাজারে এনেছে একদম ভিন্ন রকম এক কন্ডিশনার; যা ব্যবহার করলে শীতল অনুভূতি ছুঁয়ে যায় মাথার তালুতে। এর কারণ, মেনথলের উপস্থিতি। হালকা ওজনের তেল। ব্যবহারে চুল ভারী হয় না। শুধু আর্দ্রতা ধরে রেখে এর মাত্রা বাড়ানোর চেষ্টা করে। আরও উপস্থিত আছে পিংক ক্লে, যা স্ক্যাল্পের ডিপ ক্লিনজিং করে। সি বাক-থর্ন বেরি চুলে অ্যান্টিঅক্সিডেন্টের পুষ্টি দেয়, যা চুলকে করে স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত। চারকোলও আছে এতে। এর ধরন জেল টাইপের। সালফেট, প্যারাবেন, মিনারেল ও রঙের উপস্থিতি নেই। ব্যবহারে মাথার ত্বক ভালো থাকে বলে জানা যায়। কেনা যাবে প্রায় ৫ হাজার টাকায়।

k 18 বায়োমেট্রিক হেয়ারসায়েন্স মলিকুলার রিপেয়ার অয়েল

বায়োটেক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি ওয়েটলেস অয়েল এটি। যা ব্যবহার করা যায় সব ধরনের চুলে। ক্ষতিগ্রস্ত চুলকে যত্নআত্তি করে সুস্বাস্থ্য নিশ্চিত করার গুণসম্পন্ন। ফ্রিজি ভাব দূর করে এবং ২৪ ঘণ্টা তা ধরে রাখে। হেয়ার ফাইবারের শক্তি বাড়িয়ে তোলে। নিয়মিত ব্যবহারে উজ্জ্বল হয় চুল। ক্ষতিগ্রস্ততায় সহায়ক, এমন ক্ষমতা পরীক্ষাগারে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা। চুলের আগা ভেঙে যাওয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ২৩২ ডিগ্রি সেলসিয়াস অবধি হিট প্রটেকশনে সক্ষম। এতে উপস্থিত k 18 পেপটাইড চুলের ভেতরকার ক্ষতি সারিয়ে তোলার ক্ষমতা রাখে। ৩০ মিলির বোতলের দাম প্রায় ১০ হাজার টাকা।

শার্লট টিলবারির ডার্ক স্পট কারেকটিং রেডিয়েন্স রিকভারি সেরাম

ত্বকে অনাকাঙ্ক্ষিত কালো দাগ বসে গেলে তৈরি হয় অস্বস্তি। আমেরিকান ব্র্যান্ড শার্লট টিলবারি এমন সমস্যায় স্বস্তি দিতে বাজারে এনেছে নতুন এক পণ্য; যা কাজ করবে ডার্ক স্পট কারেকটিং এবং রেডিয়েন্স রিকভারি সেরাম হিসেবে। বায়োমেট্রিক ব্যারিয়ার শিল্ড উপস্থিত থাকায় ত্বক সুরক্ষা দিতে সক্ষম। এতে উপস্থিত ভিটামিন সি ও ট্রানেক্সামাইক অ্যাসিড ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট দিয়ে থাকে। এতে উজ্জ্বলতা বাড়ে। আবার ভিটামিন সি কাজ করে ব্রাইটেনিং পাওয়ারহাউস হিসেবে। হাইপারপিগমেন্টেশন কমিয়ে আনে। সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী। ডার্ক সার্কেল এবং ডার্ক স্পটের জন্য আধুনিক নিদান। খরচ হবে প্রায় দুই হাজার টাকা।

 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top