বুলেটিন
বিউটি X কনফেকশনারি
সুইডিশ মাল্টিন্যাশনাল রিটেইলার ব্র্যান্ড এইচঅ্যান্ডএম তাদের সৌন্দর্য প্রসাধনের লাইন এইচঅ্যান্ডএম বিউটি চালু করেছে ২০১৫ সালে। আর এর এক দশক পরে, ২০২৫ সালের জুলাই মাসে এই কসমেটিক লেবেল সন্ধি করেছে কনফেকশনারি ব্র্যান্ড চুপা চুপসের সঙ্গে। উদ্দেশ্য, ক্যান্ডি ইন্সপায়ারড কালেকশন বাজারে নিয়ে আসা। ওভার নাইট লিপ মাস্কে পাওয়া যাবে স্ট্রবেরি ক্রিম আর চকো ভ্যানিলার ঘ্রাণ। লিপ গ্লস প্রাণিত হয়েছে চুপা চুপসের ক্ল্যাসিক সুইট ট্রিটে। ফেশিয়াল মিস্টে আছে ফলের সুবাস। সব কটিই যেন ছেলেবেলার স্মৃতি উসকে দেয়। জানা যায়, এই কালেকশনের টার্গেট কাস্টমার মূলত মিলেনিয়াল এবং জেনারেশন জেড। যারা এখনো ফেলে আসা ছোটবেলার কথা ভেবে উদাস হয়ে যান।
কোটির নতুন সুগন্ধি
দ্য ইউএস ফ্র্যাগরেন্স অ্যান্ড কসমেটিক গ্রুপ নতুন এক সুগন্ধি সিরিজ বাজারে এনেছে। অরিজেন নামে। এই সিরিজে ৫টি পারফিউম আছে। সব কটিই বিশেষ। বিশ্বের বিভিন্ন স্থান থেকে উপাদান খুঁজে এনে তৈরি করা হয়েছে এসব। প্রতিটির নামেই লুকিয়ে আছে বিশেষত্ব। যেমন অ্যামাজোনিয়া ওয়াটার লিলি, ইউকেটান মিডনাইট অ্যাম্বার, অ্যামালফি লাভ ব্লুম, সাহারা মিস্ট্রি উদ এবং হিমালয়ান জেসমিন সেরেনেইড। সারা বিশ্বের জনপ্রিয় সব সুঘ্রাণ নিয়ে হাজারো ভাবনাচিন্তা করে তবেই এ কয়টি নির্বাচন করা হয়েছে। পাওয়া যাবে পারফিউম, হেয়ার ফ্র্যাগরেন্স, বডি মিস্ট হিসেবে। অরিজেন কেনা যাবে যুক্তরাষ্ট্রের ওয়াল মার্টে। এটি একটি এক্সক্লুসিভ লাউঞ্জের পণ্য। বিশেষভাবে তৈরি।
জিভাঁশির সঙ্গে ঝাও
চায়নিজ অভিনেত্রী ঝাও লিং এবার কাজ করবেন ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড জিভাঁশির সঙ্গে। তাদের বিউটি প্রোডাক্ট লা রোজ ভেলভেট ম্যাট লিপস্টিককে কেন্দ্র করে পরিকল্পনা করা হয়েছে এই সবকিছুর। লিং টিভি সিরিজের প্রিয় মুখ। তিনি এবার জিভাঁশির লিপস্টিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিউটি ব্র্যান্ডটির পক্ষ থেকে এই নতুন অধ্যায়কে বলা হয়েছে একটি সাহসী ও সুন্দর ঘটনা। প্রোডাক্টটির ক্যাম্পেইনে তিনি আমন্ড টেরাকোটা ন্যুড লিপস্টিক ব্যবহার করে হাজির হয়েছিলেন। এই লাইনের প্রতিটি লিপস্টিক ন্যাচারাল ব্লারিং ফর্মুলার। দেবে ম্যাট ফিনিশ। আইকনিক ফর-জি লোগোসহ স্টাইলিশ ব্ল্যাক কেসে।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
