রাশি I পরিস্থিতির পক্ষপাত
বৃশ্চিক
বাজে কাজে সময় নষ্ট করবেন না। পুরোনো কোনো ঝামেলা আবারও হাজির হতে পারে। এমন সময়ে ধৈর্যের পরিচয় দেওয়া চাই। নানা চাপে অস্থির না হওয়াই মঙ্গল। তাহলে পরিস্থিতি আপনার পক্ষে থাকবে।
ধনু
কী হবে, কীভাবে হবে কিংবা হবে না কিছুই—এমন ধরনের ভাবনায় উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন! শুধু নিজের কাজটুকুই করে যান। প্রাপ্তিটুকু ভুলিয়ে দেবে না পাওয়ার কষ্টটুকু। সব মিলিয়ে এ মাস আপনার খারাপ কাটবে না।
মকর
দ্বন্দ্ব কেটে যাওয়ার সময় এটাই। তবে সবকিছু যে নিজের মনমতো হবে, তা নয়। যা হচ্ছে বা হবে, তা ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারলে নিজের জন্যই ভালো। সব সময় যে কেউ কথা দিয়ে রাখবে, তা কিন্তু নয়। ব্যাকআপ প্ল্যান করে রাখা তাই ভীষণ জরুরি।
কুম্ভ
কুয়াশা যতই ঘনীভূত হওয়ার চেষ্টা করুক, রোদ উঠবেই। একটু একটু করে সমস্যার জটও খুলতে শুরু করবে। ক্ষতির শঙ্কা না থাকলেও সাবধানে থাকা চাই। তাতে অনাহূত ঝামেলা থেকে দূরে থাকতে পারবেন। হালকা বোধ করবেন।
মীন
আচমকা কিছু ঘটে যাওয়া, তা-ও আপনাকে নিয়ে—এমনটা অস্বাভাবিক নয়। তাই বলে সব ঘটনাকে নেতিবাচক গণ্য করা অনুচিত। এমন অনেক কাজ আপনার মাধ্যমে ঘটবে, যা অন্যের জন্য হবে আনন্দের কারণ। এর চেয়ে বড় প্রাপ্তির আর কী আছে!
মেষ
বাড়া ভাতে কেউ ছাই দিয়ে বসতে পারে এ মাসে! সচেতন থাকুন সব সময়। আবার মেঘ না চাইতেই টিপটিপ বৃষ্টিও শুরু হতে পারে। সব মিলিয়ে ভীষণ অভিভূত হয়ে পড়বেন এ মাসে। সেই ঘোরেই কেটে যাবে সময়।
বৃষ
কাজের চাপ মাঝেমধ্যে জেঁকে বসতেই পারে। তা সামলে নিতে নিখুঁত পরিকল্পনার বিকল্প নেই। সব ক্ষেত্রে চুপ থাকা কাজের কথা নয়। কিছু জায়গায় নির্লিপ্ততা পরিহার করা উত্তম। এতে আপনাকে লোকে কিছুটা হলেও সমঝে চলবে। এবার মাসটা একটু অন্য রকমই যাবে আপনার।
মিথুন
নিজেকে লুকিয়ে রাখা মোটেই কাজের কথা নয়। লুকোচুরি না করে এবার নিজেকে প্রকাশ করুন। খুব সাধারণ কাজই নতুনভাবে করতে যাচ্ছেন। বেশ স্বচ্ছন্দ নিয়েই কাজ শেষ করতে পারবেন।
কর্কট
নিষ্ঠার সঙ্গে কাজ করে গেলে অগ্রগতি হবে, এ জানা কথা। সঙ্গে সাফল্য যোগ হলে নিশ্চয় মন্দ হয় না। ছোট ছোট প্রাপ্তি জমে একসময় বড় আনন্দ হয়ে ধরা দেবে। মাসটা আনন্দের ছটায় রঙিন হতে যাচ্ছে।
সিংহ
দেরিতে হলেও নিজের ভুল শুধরে নিয়ে কাজ করতে যাচ্ছেন। এবার সব নিজের অনুকূলে থাকবে, এমনটা আশা করা যায়। মনখারাপের কিছু ঘটনা ঘটলেও সেই মেঘ কেটে যাবে আনন্দের বন্যায়। এবার তো মুখটা হাসি হাসি করুন!
কন্যা
মনের কষ্ট মনে রেখে কখনো ক্ষতি বৈ লাভ হয় না; বরং মনের ওপর চাপ বাড়ে। নিজের অধিকার আদায় করে নিতে শিখুন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আগপিছ ভেবে নেবেন। সেরা সময়টা আপনার কাছেই ধরা দেবে।
তুলা
মাঝেমধ্যে নিজেকেও সময় দেওয়া ভীষণ জরুরি। এতে বেশ রিলাক্স বোধ করবেন। ফলে অনেক ঘোলাটে বিষয় পরিষ্কার হতে থাকবে। বাস্তবতার খাতিরে অনেক সময় আবেগকে খুব শাসনে রাখতে হয়। তাতে ভুল হওয়ার ঝুঁকি কমে। ভুল শোধরানোর যে সুযোগ পেতে যাচ্ছেন, তা কাজে লাগান।
