বিউটি বক্স
গার্নিস অ্যান্টি মেলাজমা ফেসওয়াশ
ত্বকের মেলাজমা, হাইপারপিগমেন্টেশন এবং রোদের দাগ কমাতে সাহায্য করার উদ্দেশ্যে হংকংয়ের বিউটি ব্র্যান্ড গার্নিস নিয়ে এসেছে একটি ফেসওয়াশ। জেন্টল কিন্তু ইফেকটিভ ফর্মুলায় তৈরি। ময়লা, তেল এবং প্রোডাক্টের বিল্ডআপ দূর করে। ত্বক করে তোলে সতেজ ও উজ্জ্বল। নিয়মিত ব্যবহারে পুরো মুখত্বকের টোন থাকে অভিন্ন। দাগ হালকা হয়ে আসে। সব ধরনের ত্বকে, প্রতিদিন ব্যবহার উপযোগী। এটি এমন একটি প্রোডাক্ট, যা বিউটি রুটিনে সহজে ফিট হয়। বিশেষ করে যারা সান এক্সপোজার বা স্পট প্রোন ত্বকের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি শক্তিশালী টুল। মূল্য প্রায় ২ হাজার টাকা।
হুদা বিউটির অবসেশন প্যালেট
হুদা বিউটির অবসেশন প্যালেটের এমারেল্ড ভার্সন স্ট্রং পিগমেন্টেড আইশ্যাডো কালেকশন। এই প্যালেটে রয়েছে নয়টি সমৃদ্ধ রঙের শেড। ডিপ এমারেল্ড গ্রিন, ঝকঝকে মেটালিক এবং কমপ্লিমেন্টারি নিউট্রাল টোনের মিশ্রণ। স্টেটমেন্ট লুক থেকে শুরু করে নিত্যদিনের মেকআপ স্টাইল—সব ধরনের আই মেকআপের জন্য পারফেক্ট। খুব সহজে ব্লেন্ড হওয়া ফর্মুলা নিশ্চিত করে মসৃণ অ্যাপ্লিকেশন। শেডগুলো একটির সঙ্গে অন্যটি মিলিয়ে ব্যবহার করাও সম্ভব। কমপ্যাক্ট ডিজাইনের কারণে এটি ট্রাভেল বা অন-দ্য-গো টাচ-আপের জন্য আদর্শ। স্মোকি আই, উজ্জ্বল কালারের পপ বা মেটালিক ফিনিশ—সব ধরনের লুকই তৈরি করা সম্ভব। ক্রুয়েলটি ফ্রি এবং লং লাস্টিং। দাম ৩ হাজার ২০০ টাকা।
দ্য রুটিস্টের কনসেনট্রেটেড শ্যাম্পু
আমেরিকান ব্র্যান্ড দ্য রুটিস্টের স্ট্রেংদেন শ্যাম্পু হলো সেই হেয়ারকেয়ার হিরো, যা চুলকে ভেতর থেকে শক্তিশালী করে। কনসেনট্রেটেড ফর্মুলা চুলের গোড়া পর্যন্ত পৌঁছে পুষ্টি জোগায়, ভেঙে যাওয়া থেকে সুরক্ষা দেয়। চুল পড়া কমায়। নিয়মিত ব্যবহারে চুল হয়ে ওঠে ঘন, শক্ত ও স্বাস্থ্যবান। শুধু চুল নয়, স্ক্যাল্পও রাখে পরিষ্কার। পাতলা, দুর্বল বা ভাঙা চুলের জন্য জুতসই; তবে যেকোনো ধরনের চুলে ব্যবহার করা যায়। সহজে ফোম তৈরি হওয়া এবং রিচ টেক্সচারের কারণে প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করা যেতে পারে; বিশেষ করে যারা প্রাকৃতিকভাবে শক্তিশালী চুল পেতে চান, তাদের জন্য উপযুক্ত। বাজার মূল্য প্রায় ৫ হাজার টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
