একঝলক
মেলা চলবে বছরজুড়েই
ফ্যাশন হাউজ যাত্রা শুরু করছে নতুন আয়োজন যাত্রা মেলা। এই মেলার বিশেষত্ব হচ্ছে, কেবল বছরের একটি নির্দিষ্ট সময় নয়, এটি চলবে বছরজুড়েই। ৯ বাংলাদেশি ডিজাইনার ও ব্র্যান্ড নিয়ে এই আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৬ আগস্ট। শুধু যাত্রার বনানী আউটলেটেই চলবে যাত্রা মেলা।
এ মেলায় বছরজুড়ে পাওয়া যাবে দেশি সব পণ্য। ফুট লস, প্রকৃতজন, মনোক্রম, মুসসাররাত রহমান, চন্দন, কুহু, রিবানা, হ্যান্ড টাচ ও ডিউ ক্র্যাফটের যৌথ অংশগ্রহণে যাত্রা শুরু করতে যাচ্ছে ব্যতিক্রমী এই আয়োজন।
উবারে বিশেষ নিরাপত্তাব্যবস্থা
জনপ্রিয় রাইড শেয়ারিং কোম্পানি উবার বাংলাদেশে চালু করেছে সেফটি টুলকিট। এই অপশনের মাধ্যমে যাত্রীরা উবারের সব সেফটি ফিচার সহজেই খুঁজে পাবেন অ্যাপের একটি নির্দিষ্ট স্থানে। যুক্তরাষ্ট্রে চালু হবার মাত্র কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে চালু হলো উবারের এই ফিচার। অভিনব প্রযুক্তির সাহায্যে তৈরি নতুন এই সেফটি টুলকিট এমনভাবে তৈরি করা হয়েছে, যেন বাংলাদেশের যাত্রীরা সহজেই উবারের সেফটি ফিচারগুলো ব্যবহার করতে পারেন। পাশাপাশি পুরোনো ও নতুন উভয় ফিচারগুলোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে এই টুলকিট। চালক ট্রিপ গ্রহণ করার সঙ্গে সঙ্গে অ্যাপের হোমস্ক্রিনে ভেসে উঠবে সেফটি টুলকিট অপশনটি। যা ট্রিপ শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে।
সেফটি সেন্টারে থাকছে নিরাপত্তাবিষয়ক টিপসগুলো এবং উবারের ইনস্যুরেন্স সুবিধা এবং কমিউনিটি গাইডলাইনস সম্পর্কে তথ্য। এ ছাড়া ট্রাস্টেড কন্ট্যাক্টস অপশনে থাকছে যাত্রীর ঘনিষ্ঠ ৫ জনের নম্বর। যাদের সঙ্গে নিয়মিতভাবে ট্রিপ শেয়ার করার অপশন প্রদান করবে। যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী ট্রিপ শেয়ার সেটিংস ঠিক করতে পারবেন। সবচেয়ে জরুরি টুল হিসেবে থাকছে ইমারজেন্সি বাটন। এটি যাত্রীকে সরাসরি পুলিশ কন্ট্রোল রুম নম্বর ৯৯৯ এ কল করার সুযোগ দেবে। ফলে জরুরি সময়ে এবং অনাকাঙ্ক্ষিত প্রয়োজনে দ্রুততম সময়ে নিরাপত্তা পাওয়া সহজ হবে।
গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এফোরটেক সামার ল্যাপটপ ফেয়ার ২০১৮। এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ২০তম ল্যাপটপ প্রদর্শনী। ল্যাপটপ ও ট্যাবলেট নিয়ে দেশের সবচেয়ে বড় এই প্রদর্শনী ও বিকিকিনির আয়োজনটি ২ আগস্ট শুরু হয়ে চলে ৪ আগস্ট পর্যন্ত।
মেলায় বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার, আসুস, ডেল, এইচপি, লেনেভো ছাড়াও অংশ নেয় আমেরিকান ব্র্যান্ড আইলাইফ। দেশীয় একমাত্র কম্পিউটার নির্মাতা ব্র্যান্ড ওয়ালটনও অংশ নেয় এ বছর। পরিবেশক প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় স্টার টেক, গ্লোবাল ব্র্যান্ড ও স্মার্ট টেকনোলজিস। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করে। ক্রেতাদের জন্যে ছিল মূল্যছাড় ও বিশেষ উপহারের ব্যবস্থা।
এ ছাড়া মেলায় ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেটও প্রদর্শিত হয়। বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়কও মেলায় উন্মোচন করা হয়।