একঝলক
জাহিরা’স নিমন্ত্রণ
আগামী ১ ডিসেম্বর ২০১৮ রোববার শহরবাতির আয়োজনে Zahira’s নিমন্ত্রণ দ্বিতীয়বারের মতো শীতকালীন পিঠা মেলার আয়োজন করছে। পাশাপাশি থাকছে আপনাদের জন্য সৃজনশীল স্টল এবং বাচ্চাদের জন্য ছবি আঁকার ব্যবস্থা। বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই উৎসব। ভেন্যু ৩০০ ফিট বালু ব্রিজ-সংলগ্ন জম্ফা রেস্টুরেন্ট।
গ্রামীণ ইউনিক্লোর উইন্টার কালেকশন
সকালের কুয়াশাই জানান দিচ্ছে, শীত এসেই গেছে। তাই নিজের ফ্যাশন স্টেটমেন্টে চাই পরিবর্তন। কুয়াশাচ্ছন্ন সকাল থেকে রাত পর্যন্ত গায়ে জড়িয়ে নিতে হবে উষ্ণ ও আরামদায়ক পোশাক। ফ্যাশন ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে শীত উপযোগী আরামদায়ক পোশাকের কালেকশন। যার নামকরণ করা হয়েছে ফাংশনাল ওয়্যার। যার মধ্যে রয়েছে ছেলেদের জন্য ভি-নেক সোয়েটার, ক্রু-নেক সোয়েটার ও ভি-নেক ভেস্ট এবং মেয়েদের জন্য ভি-নেক কার্ডিগান ও স্টোল কার্ডিগান।
লাক্সারি হোম ডেকরের এক নতুন ঠিকানা লুমিয়ার
ঢাকার প্রথম হোম ডেকর স্টোর সাতোরি। এবার আরও বড় পরিসরে আসছে লাক্সারি হোম ডেকরের এক নতুন ঠিকানা লুমিয়ার। আধুনিক, রুচিশীল ও নান্দনিকতার এক অনন্য বৈশিষ্ট্যে সুসজ্জিত সাতোরির নতুন ব্রাঞ্চ লুমিয়ার। আপনার ঘর, আপনার স্বপ্ন। যেখানে প্রতিটি পরতে পরতে আপনার নতুন নতুন কল্পনায় মিশে আছে অনুভূতি ও রুচি। সাতোরি লুমিয়ার আপনার স্বপ্ন ও অনুভূতিকে আন্তরিকভাবে অনুভব করে। আপনার লিভিং রুমের মৃদু আলোর ঝাড়বাতি আর নিভু নিভু আলোর রশ্মির জন্য রয়েছে ক্যান্ডেলের বৈচিত্র্যময় সমাহার। আবার ঝলমলে বিকেলের মিষ্টি আলো আপনাকে বিমোহিত করবে আমাদের রাশি রাশি বাহারিফুলের সমারোহ। শৈল্পিক ছোঁয়ায় আপনার ঘরের দেয়ালগুলো ভরে উঠবে ওয়াল আর্ট, পেইন্টিং ও ওয়াল লাইটের মিষ্টি আলোতে।
সাতোরি লুমিয়ার শুভ উদ্বোধন হচ্ছে ৬ ডিসেম্বর, ২০১৮। দেখা হবে এই ঠিকানায়: হাউজ ২১/কে (২য় তলা), রোড ২৭, বনানী।
ভিজিট করুন: facebook.com/satori.bdd
কেয়ার লাইনঃ ০১৮৪১২১৬৬৭৭
লা রিভে শীতের পোশাক
শীত প্রায় এসে গেছে। সাধারণ টিউনিক কিংবা জিনস, টি-শার্ট পরে আর চলছে না। গরম কাপড় চাই এখন! তবে খুব ভারী নয়, ব্লেজার বা হুডেড টিউনিক যথেষ্ট এই সময়ে। ধীরে ধীরে শীতের প্রকোপের সঙ্গে লাগবে ভারী জ্যাকেট, সোয়েট শার্ট ইত্যাদি। আবার ফ্যাশন ইন্ডাস্ট্রির ট্রেন্ডও বদলে যাচ্ছে বছর বছর। ফ্যাশন-সচেতন নারী-পুরুষ সবার জন্য শীতের পোশাকে নতুনত্ব নিয়ে লা রিভ বাজারে এনেছে ফল-উইন্টার কালেকশন-২০১৮।
লাক্সারি ওয়াচ বুটিকের যাত্রা শুরু
মেঘনা গ্রুপের আরও একটি নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করল মোহাম্মদ অ্যান্ড সন্স। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেঘনা গ্রুপের এই লাক্সারি ওয়াচ বুটিক এখন থেকে জেনিথ, ট্যাগ হিউয়ার, মোভাডো, মন্ট ব্ল্যাঙ্ক, ফেড্রিক কনস্ট্যান্টের সুইস ব্র্যান্ডের পরিবেশক ও বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। বাংলাদেশের ঘড়ি শৌখিনতায় এক নতুন মাত্রা যোগ করা ছাড়াও মেঘনা গ্রুপের এই লাক্সারি ওয়াচ বুটিকে মন্ট ব্ল্যাঙ্কের কলম, যেমন রোলার বলপয়েন্ট, বলপয়েন্ট, ফাউন্টেন পেনসহ উন্নত মানের শার্টের কাফ্লিং, বেল্ট, সানগ্লাস, মানিব্যাগ, বিজনেস ব্যাগ এবং আরও অনেক ব্র্যান্ডেড অ্যাকসেসরিজ পাওয়া যাবে। ৪৫ হাজার থেকে ১১ লাখ টাকা পর্যন্ত মূল্যের পণ্য সমাহার রয়েছে এ লাক্সারি ওয়াচ বুটিকে। দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ছাড়াও ক্রেতাদের জন্য থাকছে ১২ মাসের জন্য শূন্য শতাংশ ইন্টারেস্টে এ ঘড়ি কেনার সুবিধা।
কে ক্র্যাফটের হেমন্ত কালেকশন
হালকা হিমেল বাতাস আবার কিছুটা উষ্ণতা- এই অনুভূতি নিয়েই হেমন্ত ঋতুর আগমন। হেমন্তের এই বৈচিত্র্যের কারণে হেমন্তের পোশাকও হওয়া চাই ঋতু উপযোগী। তাই গরম-ঠান্ডার এই তারতম্য মাথায় রেখে দেশীয় ফ্যাশন হাউজ কে ক্র্যাফট বাজারে এনেছে হেমন্ত আয়োজন। লং কাটের ড্রেস কিন্তু কাপড়টা আরামদায়ক অথবা টু-পার্টের ড্রেস অথবা কেইপ টপসÑ এসবই হেমন্তের উপযোগী পোশাক। একটু ভারী কাপড়ের টপসও যোগ করা যেতে পারে স্টাইল স্টেটমেন্টে।