ফ্যাশন-দুনিয়ায় এবার যোগ হয়েছে অঙ্গপ্রত্যঙ্গের অংশ। অবাক করা কান্ড বটে। সম্প্রতি বার্লিনভিত্তিক জুয়েলারি শিল্পী নাদজা বুটেনডর্ফ অঙ্গপ্রত্যঙ্গের আদলে তৈরি করেছেন কিছু গয়না। যেগুলো দেখতে মানুষের কান আর হাতের আঙুলের মতো। যখন কেউ কানাকৃতির গয়না কানে পরবে, তখন তাকে চার কানঅলা মনে হবে। আবার একইভাবে হাতের আঙুলে গয়নাটি পরলে মনে হবে ছয় আঙুলের মানুষ। সিলিকন দিয়ে তৈরি বলে এগুলো দেখতে আসল মনে হয়। ত্বকের রঙ মেনে বানানো হয়েছে এসব গয়না।
Related Projects