রাজধানীর অন্যতম আন্তর্জাতিক চার-তারকা হোটেল গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা, ব্যাংকের সম্মানিত ক্রেডিট কার্ড সদস্যদের জন্য বিশেষ ডাইনিং সুবিধা প্রদানের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি.’র সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) হোটেল প্রাঙ্গণে এক চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে এই সহযোগিতা আনুষ্ঠানিক রূপ লাভ করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.’র পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মো. আবদুস সবুর খান এবং গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকার পক্ষে মহাব্যবস্থাপক ঔপরূপা রায়। এসময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই অংশীদারত্বের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি.’র ক্রেডিট কার্ড সদস্যরা হোটেলটিতে বুফে খাবারের ওপর একচেটিয়া ‘বাই ওয়ান গেট ওয়ান’ ফ্রি সুবিধা পাবেন। এই আকর্ষণীয় সুবিধাটি বিশেষভাবে সাউথইস্ট ব্যাংক পিএলসি.’র মাস্টারকার্ড ওয়ার্ল্ড, ভিসা সিগনেচার এবং ভিসা প্ল্যাটিনাম ডুয়েল ক্রেডিট কার্ড সদস্যদের জন্য প্রযোজ্য।
চুক্তি অনুসারে, নির্বাচিত কার্ড সদস্যরা তাদের সাউথইস্ট ব্যাংক পিএলসি.’র ক্রেডিট কার্ড ব্যবহার করে একটি বুফে খাবার ক্রয় করলে দ্বিতীয়টি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এই অফার হোটেলের সকল বুফে সেবার জন্য প্রযোজ্য; যার মধ্যে রয়েছে বুফে ডিনার, বুফে সেহরি, বুফে ইফতার কাম ডিনার এবং অন্যান্য ফুড ফেস্টিভ্যাল।

গ্রাহকদের বৃহত্তর সুবিধা নিশ্চিত করতে, অফারটি প্রতিদিন প্রতি কার্ডে সর্বোচ্চ একটি বিনামূল্যে বুফে খাবারের জন্য প্রযোজ্য হবে। উদাহরণস্বরূপ, দুজন যোগ্য কার্ড সদস্য একত্রে খাবার গ্রহণ করলে তারা সম্মিলিতভাবে সর্বোচ্চ দুটি বিনামূল্যে খাবার গ্রহণ করতে পারবেন।
গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা তাদের সর্বোচ্চ মানের আতিথেয়তা ও গুণগত মান বজায় রেখে এই ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধাসহ সমস্ত বুফে খাবার সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠা করবে।
এই অংশীদারত্বের আওতায় সাউথইস্ট ব্যাংক পিএলসি.’র কার্ড সদস্যদের জন্য আকর্ষণীয় পারিবারিক সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে; ৫ বছরের নিচে শিশুদের জন্য বুফে খাবার সম্পূর্ণ ফ্রি (বাবা-মায়ের সঙ্গে থাকলে) এবং ১১ বছরের নিচে শিশুদের জন্য বুফেতে থাকবে ৫০% ছাড়। বুফে সংক্রান্ত বিস্তারিত তথ্য ও টেবিল সংরক্ষণের জন্য ফোন করতে পারেন +৮৮ ০১৭৮৭৬৭৯০৯০ নম্বরে।
ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

