হিপি কালচারের টাই-ডাই গত বছরের স্প্রিং-সামার কালেকশনে ফিরেছে। দারুণ সে প্রত্যাবর্তন। এর আগে ষাট-সত্তরের দশক, নব্বই থেকে শূন্য দশক ফ্যাব্রিকের অলঙ্করণের এ পদ্ধতিটি বেশ জনপ্রিয়।
দীর্ঘ বিরতি শেষে ২০০০ সালের স্প্রিং-সামার কালেকশনে এসেছে। বন্ধন-রঞ্জনির আবহ চলছে এখনো।
আমাদের দেশের ফ্যাশন জগতেও দেখা যাচ্ছে টাই-ডাইয়ের ধারাবাহিকতা। বিভিন্ন লেবেল কাজ করছে কৌশলটি নির্ভর করে। সে তালিকায় নতুন নাম এরিট। ওয়েব অ্যাড্রেস: https://www.instagram.com/arete_bd
কমলার আর নীলের সন্ধি। যেনো গোধূলি এসে মিশেছে নীল সমুদ্রে। নস্টালজিক টেকনিকের শাড়িটির ক্যানভাস হিসেবে বেছে নেওয়া হয়েছে কটন। প্রাকৃতিক তন্তুতে তৈরি এই শাড়িটি তাই আরামের। নিশ্চিন্তে পরা যাবে পুরো দিন। মেঘলা, বৃষ্টিময় কিংবা মেঘলা।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন