দেশি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ আঁখি আফরোজ। ২০১২ সালে প্রথম ক্যাটওয়াক করেন গুলশান ক্লাবের এক শো’তে। তারপর থেকে নিয়মিতই র্যাম্প ও স্টিলে দেখা মিলছে তার।
সম্প্রতি দুটি সম্মাননা পেয়েছেন। ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড ২০২২’-এ হয়েছেন ‘সেরা মডেল’। এর পরপরই ১ জুলাই (শুক্রবার) ‘আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২২’-এ ‘বেস্ট গ্লামারাস মডেল’ পদক ওঠে তার হাতে।
রাজধানীর পুরান ঢাকায় বেড়ে ওঠা আঁখি ‘ক্যানভাস’কে জানান, ছোটবেলায় টেলিভিশনে ফ্যাশন শো দেখে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার স্বপ্ন বাসা বাঁধতে থাকে তার মনে। সে লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে থাকেন। প্রথম শোতে সিনিয়র মডেলদের সঙ্গে শেয়ার করেছিলেন র্যাম্প। সেদিন অবশ্য বেশ নার্ভাস ছিলেন। কেননা, ক্রপ টপ পরে দর্শকের সামনে হাঁটতে গিয়ে বারবার কাঁপছিল পা! তবে সহসাই সামলে নিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি জানান, মডেলিং ইন্ডাস্ট্রির বেশ কয়েকজনের সঙ্গেই দ্রুত বন্ধুত্ব গড়ে ওঠে তার। এর ফলে নার্ভাসনেস কাটিয়ে ওঠা এবং আত্মবিশ্বাস জড়ো করা সহজ হয়ে ওঠে।
সারা বছর ক্যাটওয়াক ও ফটোশুটে ব্যস্ত সময় পার করা এই মডেল জানালেন, নিয়মিতই অভিনয়ের প্রস্তাব পান তিনি। যেহেতু মডেলিংই তার ধ্যান-জ্ঞান, তাই অভিনয় নিয়ে এতদিন তেমন ভাবেননি। তবে কাছের মানুষদের উৎসাহ ও নিজের ভেতরে কাজ করা এক তাড়নায় এবার অভিনয়ের কথা ভাবতে শুরু করেছেন। ইতোমধ্যেই বেশ কিছু ওয়েব সিরিজ ও চলচ্চিত্রের প্রস্তাব রয়েছে তার কাছে। তবে তাড়াহুড়ো করতে চান না। তার ভাষ্য, ‘ভালো স্ক্রিপ্ট পেলে অভিনয় করব।’