ক্রিকেট সংক্রান্ত খবরের অনলাইন পোর্টাল বিডিক্রিকটাইম ( http://www.bdcrictime.com ) চালু করেছে অ্যান্ড্রয়েড মোবাইল ভিত্তিক অ্যাপ (http://bdcricti.me/bdcricapp)।
ক্রিকেটের সব খবর ও ফিচার প্রকাশ করে ওয়েবসাইট বিডিক্রিকটাইম। সম্প্রতি বিডিক্রিকটাইম তাদের ওয়েবসাইটে বল বাই বল লাইভ স্কোর, টুর্নামেন্টের আদ্যোপান্ত, প্রতিটি দলের বিবরণ, খেলোয়াড়দের তথ্য, আইসিসি র্যাঙ্কিং, সর্বশেষ ছবিসহ আরও নতুন ফিচার যুক্ত করেছে।
ওয়েবসাইটের নতুন আপগ্রেডেশন সম্পর্কে বিডিক্রিকটাইম এর প্রতিষ্ঠাতা মো. জাবেদ আলী বলেন, “সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বিডিক্রিকটাইম ওয়েবসাইটে আমরা নতুন নতুন ফিচার যুক্ত করে যাচ্ছি। এই ওয়েবসাইট তৈরির শুরু থেকেই আমাদের স্বপ্ন ছিলো বাংলাদেশে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটে বিশ্ব ক্রিকেট সংক্রান্ত যাবতীয় ফিচারগুলো যুক্ত করার। নতুন এই ফিচারগুলো যুক্ত করার মধ্য দিয়ে আমরা আমাদের স্বপ্নের আরও এক ধাপ পূরণ করতে পেরেছি। তবে বিভিন্ন উত্থান-পতনের মধ্য দিয়েও আমাদের আরও অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমী পাঠকদের কাছে পছন্দের সব সংবাদ এবং ফিচার প্রচার করার জন্য আমরা সকলের সমর্থন পাবো বলে আশা করছি।”
সম্প্রতি বিডিক্রিকটাইম এর সংবাদদাতারা ক্রিকেটের সব খবর সংগ্রহের মাধ্যমে এই ওয়েবসাইটের পথচলাকে সহজ করছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা বিডিক্রিকটাইম এর সংবাদদাতাদের পরিশ্রমের ফলে অন্যান্য দেশেও এই ওয়েবসাইটটি জনপ্রিয়তা পাচ্ছে। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছিল বিডিক্রিকটাইম। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।