আঙুলের সৌন্দর্য বৃদ্ধি করে আংটি। দীর্ঘদিন ধরে আংটি পরে আছেন হাতে। কিন্তু হঠাৎ করে খোলার প্রয়োজন পড়ল। কিন্তু খুলতে গিয়েই পড়েছেন বিপদে। অনেক টানাটানি করে আঙুল লাল করে ফেলেছেন কিন্তু আংটি খোলা যাচ্ছে না। কিছু টিসপ অনুসরণ করলে আঙুল ছেড়ে বেরিয়ে আসবে আংটি। কীভাবে? জেনে নিন।
১) যে আঙুলে আংটি পরেছেন, সেই আঙুলে আংটির চারপাশে কিছু লিকুইড ডিশ সোপ ঢেলে দিন। অন্য হাত দিয়ে আংটিটি কয়েকবার ঘুরিয়ে নিজ যাতে আংটির নিচেও সোপ প্রবেশ করতে পারে। এরপর ধীরে ধীরে আংটিটি উপরের দিকে টানুন। দেখবেন আঙুল ছেড়ে আংটি বেরিয়ে আসছে। লিকুইড সোপ ছাড়াও বডি লোশনের সাহায্যেও এ পদ্ধতিতে খুলে আনতে পারেন আটকে যাওয়া আংটি।
২) আটকে যাওয়া আংটি খুলে আনতে পারেন ডেন্টাল ফ্লস বা সুতার সাহায্যেও। এ জন্য সুতাটিকে আংটির নিচ দিয়ে ঢুকিয়ে একটি গিট বেঁধে দিতে হবে। তারপর ধীরে ধীরে ওপরের দিকে টেনে আংটিটি বের করে আনুন।
৩) একটি বাটিতে কিছু পরিমাণ ঠান্ডা পানি নিন। পানিতে কয়েক টুকরা বরফ নিন। ঠান্ডা পানিতে কিছুক্ষণ হাত ডুবিয়ে রাখুন। এরপর হাত বের করে ধীরে ধীরে আংটিটি ওপরের দিকে টানুন। আংটি বের হয়ে আসবে।