জামরুল সাদা ও মেরুন বর্ণের। বারি জামরুল-১, বারি জামরুল-২, বাউজামরুল-১, বাউজামরুল-২ ও বাউজামরুল-৩। এটি উচ্চফলনশীল জাত। এটি ক্যারোটিন ও ভিটামিন বি-২ সমৃদ্ধ ফল। এটা বহুমূত্র রোগীর তৃষ্ণা নিবারণে উপকারী। বাংলাদেশের সর্বত্র উৎপাদন হয়। রঙিন জামরুল দিয়ে জ্যাম, জেলি তৈরি হয়।
Related Projects
ফিমেল ফেস্টের আনন্দময় সমাপ্তি
- December 5, 2022
পর্দা নামলো দুইদিনব্যপী “সাজগোজ ফিমেল ফেস্ট ২০২২ পাওয়ার্ড বাই নিভিয়া”।