তরুণ তুর্কি আফসানা ফেরদৌসি তার দক্ষতার পরিচয় দিয়েছেন ফ্যাশন ডিজাইনার হিসেবে। এবারে তিনি নিয়ে এসেছেন সানগ্লাস।
প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে এই রোদচশমাতে। প্যাকেজিং করতেও বাঁশ বেছে নিয়েছেন তিনি। ধরন ইউনিসেক্স। ছেলে-মেয়ে উভয়-ই ব্যবহার করতে পারবেন।
হাতে তৈরি এই অ্যাক্সেসরিজে পাওয়ার সেট করা যাবে। লেন্সে ব্যবহৃত উপাদানের ধরন পোলারয়েড। কাভারও তৈরি করা হয়েছে বাঁশ ব্যবহার করে। ক্রেতার নাম এনগ্রেইভড করে দেওয়া হয় সেখানে। আর ফ্রেমটি বায়োডিগ্রিডেবল, সাসটেইনঅ্যাবল, রিসাইকেলাবেল এবং আর্থ ফ্রেন্ডলি।
বর্তমানে আফসানা ফেরদৌসি বাংলাদেশে এই রোদচশমার ডিজাইন করেন, আর পণ্য প্রস্তুত করা হয় দেশের বাইরে। তার ভবিষ্যৎ পরিকল্পনা দেশেই পণ্যের প্রস্তুতির সকল ধাপ সম্পন্ন করা।
৪ হাজার থেকে ৬ হাজার টাকা প্রাইজ রেঞ্জ। অর্ডার করতে হবে আফসানা ফেরদৌসির নিজের স্টুডিওর ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে।
অফলাইনে নিতে চাইলে আগে থেকে অ্যাপয়েনমেন্ট নিতে হবে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন