শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় পর্দা উঠতে যাচ্ছে আর্কা ফ্যাশন উইকের এবারের আয়োজনের। রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে এই আয়োজন চলবে ৭ ডিসেম্বর অবধি। প্রতিদিন রাত ১১টা পর্যন্ত। তরুণ সংস্কৃতি এবং নতুন ধারার অভিব্যক্তির মিলনমেলা হিসেবে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি অলাভজনক প্ল্যাটফর্ম হিসেবে আর্কা ফ্যাশন উইকের লক্ষ্য বাংলাদেশকে শুধু গার্মেন্ট রপ্তানিকারক দেশ নয়; বরং ফ্যাশন রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠা করা।

রানওয়ে শো, মাস্টারক্লাস, শীর্ষ ডিজাইনার ও উদীয়মান ব্র্যান্ডের সংগ্রহ– সব মিলিয়ে এটি এক ধারণা-বিনিময়, কারিগরি অভিজ্ঞতা ও সৃজনশীল প্রকাশের স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। এই সিজন নিবেদন করা হয়েছে জামদানিকে। ব্র্যান্ডিং থেকে শুরু করে ভিজ্যুয়াল আইডেন্টিটি, কারিগরদের কাজ, লাইভ উইভিং– সবকিছুতেই এই ঐতিহ্যের উপস্থিতি ফুটে উঠবে।

স্টুডেন্ট রানওয়েতে থাকবে আপসাইকেল্ড জামদানি কালেকশন। আর পুরো ভেন্যু সাজানো হবে জামদানির মোটিফ, গল্প ও ঐতিহ্যমণ্ডিত নকশায়।

প্রথম দিন আধুনিক, দ্বিতীয় দিন ঐতিহ্য এবং শেষ দিন টেকসই তত্ত্বকে প্রধান থিম হিসেবে নির্ধারণ করা হয়েছে। মার্কেট প্লেসে থাকবে বাংলাদেশি ব্র্যান্ড, কারিগর ও ডিজাইনারদের সৃষ্টিশীলতা ও কারুশিল্প আয়োজন।

এক্সপেরিয়েন্স পার্টনার হিসেবে আছে লাইভ দ্য মোমেন্ট, প্লাটিনাম পার্টনার আড়ং, গোল্ড পার্টনার প্রাইম ব্যাংজ, আরাবিকা, ইন্টেব্লু। ফ্যাশন পার্টনার কাঁঠাল, আমি ঢাকা। স্ট্রাটেজিক পার্টনার আর্কা স্টুডিও, লাউড ওয়ার্কস, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প, পারসোনা,মাম এবং স্টুডিও অক্ষ। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে ক্যানভাস এবং আরও কয়েকটি গণমাধ্যম।
- সারাহ্/ক্যানভাস অনলাইন
ছবি: আর্কা’র সৌজন্যে

