রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী সৌরভ চৌধুরীর পঞ্চম একক চিত্র প্রদর্শনী, ‘এটারনাল এক্সিস্টেন্স’। এতে সৌরভের ৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। ২৩টির মাধ্যম এচিং এবং ৭টি ভাস্কর্য।
এক্সিবিশন সম্পর্কে ক্যানভাসকে সৌরভ চৌধুরী বলেন, ‘২০০৯-১০ সময়কাল থেকে আমি কাজ করছি এটারনাল এক্সিস্টেন্স অর্থাৎ শাশ্বত অস্তিত্ব বিষয়কে ঘিরে। আমি বুঝতে শেখার পর থেকেই ভীষণ কল্পনাপ্রবণ। ইতিহাস, পুরাণ আমাকে বেশ টানে। এ কারণে টাইম ট্র্যাভেলও করতে চাইতাম। আমার যেহেতু টাইম মেশিন নেই। তাই নিজের শিল্পীসত্তাকে ব্যবহার করে কৌতূহল মেটানোর চেষ্টা করেছি।’
‘আমার ক্যানভাস আমাকে নিয়ে গেছে বিভিন্ন সভ্যতায়। মিশরীয়, মেসোপটেমিয়াম, হরপ্পা-মাহেঞ্চদারো, মুগল সাম্রাজ্য, ইজিপশিয়ান হাইড্রোগ্লাফের জগত নিয়ে এসেছি চিত্রকর্মে। এ ছাড়া আমাদের দেশের দৈনন্দিন প্রবাদ প্রবচন, টেপা পুতুল আমার কাজে জায়গা করে নিয়েছে। আমি পেঁচাকে তুলে এনেছি আমার রং-তুলিতে। জ্ঞানের, শক্তির প্রতীক হয়ে ইতিবাচক ভাবে প্রদর্শিত হবে পেঁচা,’ যোগ করেন তিনি।
এই চিত্রশিল্পী আরও বলেন, ‘আমি নিজে একজন পজিটিভ মানুষ। আনন্দে বাঁচি, ইচ্ছাশক্তিতে পরিপূর্ণ। আমার সৃষ্ট শিল্পতেও তাই অনন্যসাপেক্ষ ভাবনা। দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি তারা শিল্পকর্মগুলোতে শান্তি খুঁজে পাবেন। ঘরে ফিরবেন আনন্দ নিয়ে।’
১ আগস্ট পর্যন্ত, প্রতি সোম থেকে শনিবার, বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন