হলিডে ইন ঢাকা সিটি সেন্টার ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যা সেবা প্রদানের মান বৃদ্ধি এবং উভয় প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক সুবিধা প্রদান করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশের এরিয়া ম্যানেজার ইয়োহানেস বেকেলে এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অ্যাক্টিং জেনারেল ম্যানেজার ও ডিরেক্টর অব অপারেশনস শাহিদুস সাদেক। অনুষ্ঠানে রিদম গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট প্রধান ও ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশের জিএসএ মাসুদুজ্জামান এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের ফিন্যান্স ও বিজনেস সাপোর্ট ডিরেক্টর তানভীর আহমেদ-সহ দুই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় এবং তাদের ক্রু ও অফিশিয়ালদের জন্য আরামদায়ক ও উন্নত সেবা নিশ্চিত করা হবে। ইথিওপিয়ান এয়ারলাইন্সের জন্য এটি বাংলাদেশে একটি নির্ভরযোগ্য ও নিরাপদ আবাস হিসেবে কাজ করবে। এই চুক্তি হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের বিশ্বমানের সেবার প্রতিফলন এবং বাংলাদেশের আতিথেয়তা খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি পদক্ষেপ।
ইথিওপিয়ান এয়ারলাইন্স, যা এয়ার ট্রাভেলের ক্ষেত্রে উৎকর্ষতার জন্য স্বীকৃত, বাংলাদেশে তাদের দৃঢ় উপস্থিতি গড়ে তুলতে অব্যাহত রয়েছে। অন্যদিকে, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার ঢাকা শহরের কেন্দ্রস্থলে ব্যবসা ও অবকাশযাপন ভ্রমণকারীদের জন্য একটি শীর্ষ পছন্দের নাম।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে