skip to Main Content
ইমা অ্যাওয়ার্ডে প্রথম বাংলাদেশি ফিল্ম হিসেবে অংশ নিয়েই ‘নিশি’র পুরস্কার জয়

৩৫তম ইনভারমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো জায়গা করে নিয়েই পুরস্কার লাভ করেছে বাংলাদেশি ফিল্ম ‌’নিশি’। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক গোলাম রাব্বানী। সহপরিচালক জহিরুল ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১১ অক্টোবর ২০২৫) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় রেডফোর্ড স্টুডিও সেন্টার, লস এঞ্জেলসে ছবিটির প্রদর্শনী হয়েছে। ছবির প্রযোজনা সংস্থা ইন্টরন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় জানায়, এই নমিনেশন পাওয়ার মাধ্যমে ‌’নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক দারুণ অর্জন।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনোস্ক ঢাকার সহযোগিতায় ছবিটি নির্মিত হয়েছে। এর গল্পে দেখা যায়, একজন চা-শ্রমিকের কন্যার পড়ালেখা বন্ধ হয়ে যায় পানিসংকটের কারণে। বাড়িতে একটি টিউবওয়েল দেওয়ার নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠব্যবসায়ী লালচাঁন।

পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে ছবিটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে। ফিল্মটির চিত্রগ্রহণে ছিলেন ওই ফিল্ম স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক।

সিলেটের একটি চাবাগানের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। এ ছবিতে যারা অভিনয় করেছেন প্রত্যেকে চাবাগানের শ্রমিক।

গোলাম রাব্বানী জানান, ছবিটি বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও এর প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

এর আগে গোলাম রাব্বানীর শর্ট ফিল্ম ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top