skip to Main Content
ঈদে লা রিভের ‘ডিভোশন’

প্রকৃতির রং, রূপ ও সরল সৌন্দর্যের কাছে নিজেকে নিবেদন করতে পারার মাঝে নির্মল এক আনন্দ লুকিয়ে আছে। দিনশেষে প্রকৃতিই আমাদের নতুন করে বাঁচতে শেখায়, ইতিবাচক হতে শেখায়। এমনই এক সরল ভাবনা থেকে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে ‘ডিভোশন’ বা ‘আত্মনিবেদন’ শিরোনামে ঈদ-উল-আজহার দারুণ একটি কালেকশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘চলতি বছরের কালেকশনটি ডিজাইন করা হয়েছে আত্মসমর্পণের ইতিবাচক অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়ে। আমরা অনেকেই ঈদ মানেই শুধু উৎসব ভাবি; অথচ ঈদ-উল-আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, দায়িত্ব আর ভালোবাসার মাধ্যমে আত্মাকে আরও সমৃদ্ধ করা। এই নিবেদন হতে পারে প্রকৃতির সরল সৌন্দর্যের কাছেও। যার ফলে আমাদের মাঝে সাম্য ও সামঞ্জস্যের ভারসাম্য ঠিক থাকে। আত্মনিবেদনের এই গভীর অনুভূতিই আমরা প্রকাশ করেছি পোশাকের রং, ডিজাইন আর ফ্যাব্রিকে। গরমের সময় এবং ঈদের ব্যস্ততায় যেন আরাম আর স্টাইল– দুই-ই মেলে, সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে এবারের কালেকশন।’

তিনি আরও জানান, চলতি গ্রীষ্ম ও বর্ষার কথা মাথায় রেখে আরামদায়ক ফ্যাব্রিক বেছে নেওয়া হয়েছে; যেমন সুতি, লিনেন, মসলিন ও শিফন। থাকছে সাবলীল কাট, ফ্লোয়ি সিলুয়েট এবং চলাফেরায় সহজতা এনে দেওয়া ডিজাইন। রঙের প্যালেটেও থাকছে আর্দি, বেজ ও নেভি প্যালেটের প্রাধান্য। সেন্টিমেন্ট কালার হিসেবে স্কাফড লেমন ও ওয়াশড ব্ল্যাকের অর্গানিক শেড, যেন সামার ও উৎসবের রঙে হালকা-গাড় শেডের ভারসাম্য বজায় থাকে। প্রাইমারি কালার প্যালেটে আর্মি গ্রিন, ব্ল্যাক, লাইট গ্রে, অফ হোয়াইট, কোকো ব্রাউন, টেরাকোটা, রেড, বার্ন অরেঞ্জ, ভায়োলেট-গ্রে, লাইট ল্যাভেন্ডার, অলিভ স্যান্ড, প্যাস্টেল ইয়েলো, ক্রিম, মাস্টার্ড ইয়েলো, চকোলেট ব্রাউন, স্লেট ব্লুর মতো শান্ত, মিষ্টি ও উজ্জ্বল রঙের সমাহার।’

প্রিন্টস্টোরিতে প্রাধান্য পেয়েছে আন্তর্জাতিক ফ্যাশন মৌসুমের সবচেয়ে ট্রেন্ডি মোটিফগুলো। হেয়ারলুম ব্লুমের প্রিন্টস্টোরিতে ঐতিহ্যকে সম্মান জানানো হয়েছে, যেখানে ট্যাপেস্ট্রিতে ফোটানো উজ্জল রঙের ফুল-লতা-পাতার প্রিন্ট দেখা যাবে। অর্নামেন্টাল মিডাও স্টোরিতে থাকছে ভিন্টেজ ফ্লোরালের প্রিন্ট। ভেইল্ড ভারডিওর নামের প্রিন্টস্টোরিতে দেখা যাবে শুকনো পাতার সৌন্দর্য, যা সামারের যেকোনো উৎসবে মানানসই। জিওমেট্রিক রেলিক শিরোনামের প্রিন্টে দেখা যাবে ব্লক স্টাইলে জ্যামিতির কাজ। আরও থাকছে এথনিক নকশার ভারি প্রিন্ট, তার পাশেই দেখা মিলবে মনোক্রোমাটিক বেইজ রঙের কালেকশন।

মন্নুজান নার্গিস যোগ করেন, ‘ঈদের পার্টিপোশাক ও পাঞ্জাবিতে কারচুপির লক্ষণীয় কাজ করা হয়েছে এবার। বিশেষ করে পাঞ্জাবি ও নারীদের এথনিক ডিজাইনে কারচুপির মাধ্যমেই প্রিন্টস্টোরির মোটিফগুলো ফুটিয়ে তুলেছি আমরা। প্রিন্টস্টোরিকে হাতের কাজে ফোটানোর এই প্রয়াস সবাই পছন্দ করবেন বলেই আশা করছি। পাশাপাশি, জ্যাকার্ড স্ট্রেচ, সিল্ক-ভিসকোস, জুম আর জ্যাকার্ড ভিসকোসের মতো সামার-ফেস্টিভিটি উপযোগী কাপড়ের এক্সক্লুসিভ কিউরেশনও করা হয়েছে এবার।’

নারীদের ঈদ-উল-আজহার কালেকশনে থাকছে এথনিক, ক্যাজুয়াল ও ওয়েস্টার্ন ফিউশন পোশাকের ডিজাইন। থাকছে লং কামিজ, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আবায়া, স্কার্ট সেট, শ্রাগ ও কেপ স্টাইল টপ এবং কটন ও হাফ সিল্ক শাড়ি। এ ছাড়াও এক্সক্লুসিভ পার্টি লাইন ‘নার্গিসাস’-এ দেখা মিলছে মসলিনের গাউন, ভারি কারচুপি করা সালোয়ার কামিজ ও কাফতান। ঈদের সকালের আরামদায়ক আউটফিট হিসেবে থাকছে শর্ট ও মিড-লেংথ টিউনিক, শার্ট-টপস, টপ-বটম সেট ও আরামদায়ক বটমসের সমাহার।

পুরুষদের জন্য ডিজাইন করা হয়েছে মিনিমাল ও ভারি কাজের পাঞ্জাবি, শার্ট, পোলো, টি-শার্ট এবং আরামদায়ক প্যান্ট-পাজামা। স্টাইল-পছন্দে এগিয়ে থাকা টিনএজারদের জন্য থাকছে উৎসবের জন্য মানানসই ট্রেন্ডি পোশাকের একটি বিশাল কালেকশন। শিশুদের জন্য সালোয়ার কামিজ, ফ্রক, টিউনিক, ঘাগরা-চোলি, পাঞ্জাবি, পোলো, টি-শার্ট আর নবজাতকদের জন্য আরামদায়ক বটমস। মা-মেয়ে আর বাবা-ছেলের জন্য থাকছে মিনি-মি কালেকশন, যাতে পুরো পরিবারের সবার মিলেমিশে ঈদ করার আনন্দ পূর্ণতা পায়।

লা রিভ ঈদ-উল-আজহা ২০২৫ কালেকশন পাওয়া যাচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও বরিশালের লা রিভ স্টোরে। ঘরে বসেই ঈদের শপিং করতে চাইলে ভিজিট করুন www.lerevecraze.com অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ। মেসেঞ্জারেও অর্ডার দেওয়া যাবে www.facebook.com/lerevecraze-এ।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: লা রিভ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top