যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউবিএস অ্যারেনায় বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪) রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে) অনুষ্ঠিত হয়ে গেল সংগীত দুনিয়ার জমকালো বার্ষিক পুরস্কার বিতরণী আয়োজন ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’ (ভিএমএএস)-এর চলতি আসর।
স্বভাবতই এ আয়োজনের রেড কার্পেটে ফ্যাশন ও বিউটির নজরকাড়া দ্যুতি ছড়িয়েছেন তারকারা। এমন কিছু প্রতিনিধিত্বশীল ছবিতে নজর দেওয়া ফাঁকে ফাঁকে জেনে নেওয়া যাক বিজয়ীদের তালিকা।

প্যারিস হিল্টন

সাবরিনা কার্পেন্টার

টেইলর সুইফট

টায়লা
২০২৪ এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডস বিজয়ী
ভিডিও অব দ্য ইয়ার: টেইলর সুইফট ফিচারিং পোস্ট ম্যালন [‘ফোর্টনাইট’]
আর্টিস্ট অব দ্য ইয়ার: টেইলর সুইফট
সং অব দ্য ইয়ার: সাবরিনা কার্পেন্টার [‘এসপ্রেসো’]
বেস্ট নিউ আর্টিস্ট: চ্যাপেল রন

চ্যাপেল রন

অ্যানিটা

অ্যাডিসন রে
মোস্ট পুশ পারফরম্যান্স অব দ্য ইয়ার: জুন ২০২৪: লা সেরাফিম [‘ইজি’]
বেস্ট কোলাবরেশন: টেইলর সুইফট ফিচারিং পোস্ট ম্যালন [‘ফোর্টনাইট’]
বেস্ট পপ: টেইলর সুইফট
বেস্ট হিপ-হপ: এমিনেম [‘হুডিনি’]
বেস্ট আর-অ্যান্ড-বি: এসজেডএ [‘স্নুজ’]
বেস্ট অল্টারনেটিভ: বেনসন বুন [‘বিউটিফুল থিংস’]
বেস্ট রক: লেনি ক্রাভিৎস [‘হিউম্যান’]

লেনি ক্রাভিৎস

ক্যাটি পেরি

হেল বেইলি
বেস্ট ল্যাটিন: অ্যানিটা [‘মিল ভেসেস’]
বেস্ট অ্যাফ্রোবিটস: টাইলা [‘ওয়াটার’]
বেস্ট কে-পপ: লিসা [‘রকস্টার’]
ভিডিও ফর গুড: বিলি এইলিশ [‘হোয়াট ওয়াজ আই মেড ফর’]
বেস্ট ডিরেকশন: টেইলর সুইফট ফিচারিং পোস্ট ম্যালন [‘ফোর্টনাইট’]

মেগান থি স্ট্যালিয়ন
বেস্ট সিনেমাটোগ্রাফি: আরিয়ানা গ্রান্ডে [‘উই কান্ট বি ফ্রেন্ডস’]
বেস্ট এডিটিং: টেইলর সুইফট ফিচারিং পোস্ট ম্যালন [‘ফোর্টনাইট’]
বেস্ট কোরিওগ্রাফি: ডুয়া লিপা [‘হুডিনি’]
বেস্ট ভিজুয়াল ইফেক্টস: এমিনেম [‘হুডিনি’]
বেস্ট আর্ট ডিরেকশন: মেগান থি স্ট্যালিয়ন [‘বোয়া’]

লিসা

লিল ন্যাস এক্স
বেস্ট ট্রেন্ডিং ভিডিও: মেগান থি স্ট্যালিয়ন ফিচারিং ইয়ুকি চিবা [‘মামুশি’]
বেস্ট গ্রুপ: সেভেন্টিন
সং অব দ্য সামার: টেইলর সুইফট ফিচারিং পোস্ট ম্যালন [‘ফোর্টনাইট’]
ভিএমএএস মোস্ট আইকনিক পারফরম্যান্স: কেটি পেরি [‘রোর’]
- ক্যানভাস অনলাইন
সূত্র: হলিউড রিপোর্টার, ই নিউজ, ভোগ, সিএনএন, এল