বটমে ডেনিম ইন ট্রেন্ডই ছিল। নতুন করে আসেনি। কিন্তু প্যাটার্নে এসেছে বিভিন্ন পরিবর্তন। স্কিনি থেকে স্ট্রেট কাট, আর ২০২৩ সালে ওয়াইড লেগ ডেনিম এসেছে। সঙ্গে বুট কাট আর ব্যাগিও।
আঁটসাঁট কাটের বাইরে এসে লং অ্যান্ড লুজে ফ্যাশনসচেতনদের আগ্রহ। হাই ওয়েস্টেড, ওয়াইড লেগ ডেনিম আপনার আলমিরাতে থাকলে যখন-তখন পরে নিতে পারেন।
পেয়ার আপে টপে ইজি আউটফিট রাখলে ফাউন্ডেশন হিসেবে ওয়াইড লেগ পাবে গুরুত্ব। স্টেটমেন্ট টপ পরতে চাইলেও নকশার সরলতা ভালো লাগবে। ফুল স্লিভের সিল্ক টপও পরতে পারেন। অনুষঙ্গের অতিরঞ্জন আবশ্যক নয়।
বাটন ডাউন শার্ট পরলে পায়ে রাখতে পারেন স্লিপার। ফিটেড টি অথবা ট্যাংক টপের সঙ্গে হাই হিল পরা যেতে পারে। ক্রপ টপ পরতে চাইলে রঙের ছড়াছড়ি, সাদা কিংবা কালো যে কোনোটাই বেছে নিতে পারেন। ফিগার হাগিং ক্রপ টপ আর ওয়াইড লেগ, দুই মিলে ভারসাম্য তৈরি করবে।
পায়ে পাম্প, হিল, স্যান্ডেল অথবা বুটস রাখতে পারেন। আর জুয়েলারিতে মিনিমালিজমই সই।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন