কক্সবাজার কাস্টমার টাচ পয়েন্ট উদ্বোধনের মাধ্যমে গ্রাহক সেবা প্রদানের সুযোগ বাড়ালো মেটলাইফ বাংলাদেশ। উক্ত এলাকার বাসিন্দাদের জন্য এই নতুন কাস্টমার টাচ পয়েন্ট থেকে মেটলাইফ-এর বিমা সেবাগ্রহণ করা আরও সহজ হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এটি MetLife Inc. (NYSE: MET) এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (MetLife) এর সমন্বয়ে গঠিত একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বীমা, এ্যনুইটি, গ্রুপ বীমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে কোম্পানিটি রয়েছে। ১৯৫২ সালে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মেটলাইফ-এর এশিয়া যাত্রা শুরু হয়। বর্তমানে প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি দেশের একটি আন্তর্জাতীক বীমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন করা যেতে পারে এই ঠিকানায়: http://www.metlife.com.bd
Related Projects
স্যামসাং আনপ্যাকড ইভেন্ট-ওয়েলকাম টু দ্য এভরিডে এপিক
- January 14, 2021
গ্যালাক্সি সিরিজের নতুন ফোনের উন্মোচন…
দেশের বাজারে আইটেল পি৫৫
- February 22, 2024
আইটেল পি৫৫ এখন বাংলাদেশের সকল আইটেল ব্র্যান্ড আউটলেট এবং রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে ১১ হাজার ৯৯০ টাকায়

