বিশ্বমানের ফ্রেঞ্চ প্যাটিসেরি অভিজ্ঞতা নিয়ে দেশের অন্যতম প্রিমিয়াম বেকারি ব্র্যান্ড লা ডেলিশিয়া রোববার (১৩ এপ্রিল ২০২৫) তাদের দুটি নতুন আউটলেট চালু করেছে রাজধানীর বনশ্রী এলাকা এবং মিরপুর-১। ঠিকানা যথাক্রমে– প্লট-এম, রোড-৮, ব্লক-এল, দক্ষিণ বনশ্রী এবং এভিনিউ ৩, হাজী রোড, ব্লক-এ, সেকশন-২, মিরপুর,(ঢাকা কমার্স কলেজের বিপরীত পাশে)। আধুনিক ডাইন-ইন পরিবেশ ও দ্রুত টেকঅ্যাওয়ে সুবিধা সমৃদ্ধ এই আউটলেট প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

লা ডেলিশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘প্রতিটি নতুন আউটলেট আমাদের জন্য একটি নতুন এলাকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ। আমরা সব সময় প্রতিটি পণ্যে বিশ্বমানের স্বাদ, সতেজতা এবং স্বাস্থ্যবিধির প্রতি দায়িত্ববোধ বজায় রাখার চেষ্টা করি। গ্রাহকের আস্থা আমাদের সবচেয়ে বড় অর্জন।’
নতুন আউটলেটে থাকছে লা ডেলিশিয়ার স্বাক্ষর সব আইটেম– ক্লাসিক ও কাস্টমাইজড কেক, ফ্রেশ পেস্ট্রি, হ্যান্ডক্রাফটেড ডোনাট, আর্টিসান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং ভিন্নধর্মী স্যাভরি।

বলে রাখা ভালো, লা ডেলিশিয়া দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। বর্তমানে ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, রূপনগর, বসুন্ধরা, উত্তরাসহ মোট আটটি আউটলেট পরিচালিত হচ্ছে।
গ্রাহকেরা লা ডেলিশিয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ঘরে বসেই অর্ডার করতে পারবেন তাদের পছন্দের কেক ও বেকড আইটেম।
- ক্যানভাস অনলাইন
ছবি: লা ডেলিশিয়া’র সৌজন্যে

