skip to Main Content
দুবাই ডার্মায় সিওডিলের বাজিমাত

১৪-১৬ এপ্রিল ২০২৫, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশনে (দুবাই ডার্মা) বিপুল অংকের রফতানি আদেশ পেয়েছে রিমার্ক এলএলসি ইউএসএ’র মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। এর মধ্যে বাংলাদেশে উৎপাদিত সিওডিলের পণ্যের রফতানি আদেশ মিলেছে প্রায় ২ মিলিয়ন ডলারের, যা এ দেশের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির জন্য মাইলফলক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের বায়াররাও সিওডিল পণ্য ক্রয়ে সম্মতি দিয়েছেন। যা প্রমাণ করে, আন্তর্জাতিক বাজারে সিওডিল পণ্যের গ্রহণযোগ্যতা ও চাহিদা– দুটোই বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ স্কিন কেয়ার পণ্যের অন্যতম রফতানিকারক দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে। তবে এর জন্য প্রয়োজন সরকারের নীতি সহায়তা। নীতি নির্ধারকদের যথাযথ মনোযোগ দ্রুত বিকাশমান এই শিল্পকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৬ এপ্রিল ২০২৫) দুবাই ডার্মার শেষ দিনেও সিওডিলের স্টলে ছিল দর্শনার্থী, বিশেষজ্ঞ ডাক্তার ও আমদানিকারকদের ভিড়। প্রদর্শনীতে সিওডিল স্টলের ব্যতিক্রমী উপস্থাপন সাড়া ফেলে। শতাধিক দেশের চর্মরোগ বিশেষজ্ঞ দর্শনার্থীরা সিওডিল ব্র্যান্ডের-প্রস্তাবিত ত্বকযত্নের সমাধান নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

এবারই প্রথম কোনো বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে এ ধরনের প্রদর্শনীতে অংশ নিয়েছে রিমার্ক। সম্মেলনে অংশগ্রহণকারী সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি কোম্পানি অন স্পট আদেশে স্থানীয় বাজারে পণ্য আমদানিতে রিমার্ক প্রতিনিধির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সৌদি আরব, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, ভারত ও লিবিয়ার বায়াররাও পণ্য ক্রয়ে সম্মতি দিয়েছেন।

প্রদর্শনীতে অংশ নেওয়া ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তার রিতিকা পান্ডে বলেন, ‘সিওডিলের স্টলে যেসব রাসায়নিক বিক্রিয়ামুক্ত উদ্ভাবিত পণ্য দেখেছি, এগুলোতে সত্যি আমার রোগীরা উপকৃত হবেন। তা ছাড়া পণ্যের যে দাম রয়েছে, তা হাতের নাগালে। আমি মনে করি, এই ব্র্যান্ডের পণ্য দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগোষ্ঠীর ত্বকের স্বাস্থ্য সেবায় অবদান রাখবে।’

বাংলাদেশি বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট ডা. ঝুমু খান বলেন, ‘দুবাই ডার্মার মতো ডার্মাটোলজির বিশ্বমঞ্চে আমরা সব সময় বিদেশি ব্র্যান্ডগুলোকেই দেখি। এবার একটু ব্যতিক্রম। কারণ, বাংলাদেশ উৎপাদিত কোনো ব্র্যান্ডের উপস্থিতি দেখে সত্যিই আমি গর্বিত। আশা করছি, সিওডিল বিশ্ব দরবারে বাংলাদেশের উৎপাদন সক্ষমতার যে প্রমাণ দেখিয়েছে, সেটি অব্যাহত থাকবে।’

সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের বাজার থেকে উল্লেখযোগ্য বাণিজ্যিক আগ্রহ দেখেছি আমরা। সিওডিল ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ক্লায়েন্টদের কাছ থেকে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের রফতানি অর্ডার পেয়েছে, যা এই অঞ্চলে ব্র্যান্ডের বাজারে প্রবেশ এবং সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

তিন দিনের এই শীর্ষস্থানীয় ইভেন্ট বিখ্যাত বিশ্বব্যাপী ত্বকযত্নের ব্র্যান্ড, ত্বক বিশেষজ্ঞ এবং শিল্পের অংশীদারদের একত্রিত করেছিল, যা সিওডিলকে তার ক্রমবর্ধমান আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করার জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম প্রদান করেছে।

ত্বক ও চর্মরোগবিদ্যার ক্ষেত্রে বিশ্বের সর্বববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী দুবাই ডার্মা। এ আয়োজনে ১১৪টি দেশের ২৫ হাজারের বেশি দর্শনার্থী এবং ১ হাজার ৮৭৫টি ব্র্যান্ডের সঙ্গে অংশ নেয় সিওডিল। দুবাই ডার্মা ২০২৫-এ অংশগ্রহণ সিওডিলের বিশ্বব্যাপী দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং আন্তর্জাতিক বাজারে রফতানি ও বাজার বৃদ্ধির জন্য নতুন পথ খুলে দিয়েছে। ব্র্যান্ডটি বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে অত্যাধুনিক, ত্বকের যত্নের জন্য পরীক্ষিত ত্বকের যত্ন সমাধান সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে স্কিন কেয়ার ও কসমেটিকসের অথেন্টিক রিটেল শপ হারল্যান স্টোর-সহ সব সেলস চ্যানেলে সিওডিল পণ্য পাওয়া যাচ্ছে। হারল্যান স্টোরের উপ-ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘আন্তর্জাতিক মানের এই পণ্য বাজারে সহজলভ্য ও সাশ্রয়ী করায় সিওডিলকে ধন্যবাদ। সিওডিল এখন স্কিন কেয়ার খাতে শীর্ষ বিক্রিত ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। অন্য দেশে তৈরি পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে তৈরি পণ্যের শক্ত অবস্থান নিশ্চিত করেছে। দামেও সাশ্রয়ী। অন্য দেশের পণ্য আমদানি হয়ে আসতে আসতে মেয়াদ চলে যায়। তাই গুণগতম্যান নিশ্চিত এবং দামে সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের কাছে সিডিলের কদর বাড়ছে।’

উল্লেখ্য, লাখো ভোক্তার আস্থা অর্জন করে রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় মেডিকেটেড স্কিন কেয়ার পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হওয়ার পথে এগিয়ে চলেছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি এই শিল্পে একটি নতুন সংজ্ঞা রচনা করছে। তারই ধারাবাহিকতায় ত্বকের নানা সমস্যা সমাধানে বিশ্ব স্কিন কেয়ার বাজারে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে রিমার্কের মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। এ ছাড়াও রিমার্কের হোমকেয়ার ও হালার পণ্য দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। যা বিশ্বের বিভিন্ন দেশে রফতানি কার্যক্রম চলমান রয়েছে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top