আমেরিকান পপস্টার কেটি পেরি। ফ্যাশন আইকন হিসেবেও সবার নজর কেড়েছেন। তার কালেকশনে স্থান পেয়েছে সুবাসিত স্যান্ডেল। নিজের ইনস্টাগ্রামে সামার কালেকশনের নতুন স্যান্ডেলের একটি ছবি দিয়ে লেখেন, রোদেলা দিনে হেঁটে চলুন কেটি পেরি কালেকশনের সুবাসিত নতুন স্যান্ডেলে। দ্য জেলি শিরোনামের এই কালেকশনে পাওয়া যাবে লাইম গ্রিন, লেমন ইয়েলো, স্ট্রবেরি রেড, বেরি পারপল, কমলা- এই পাঁচটি রঙের স্যান্ডেল। প্রতিটি স্যান্ডেলই আলাদা ফলের সুবাস ছড়াবে। এগুলো দেখতে অনেকটাই জেলির মতো। কেটি পেরির ভক্ত ও অনুসারীদের গ্রীষ্মের স্টাইল স্টেটমেন্টে আলাদা সুবাস ছড়াতে ইতিমধ্যে কেটি পেরি কালেকশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ফ্রুট সেন্টেড স্যান্ডেল।
Related Projects
‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২’ পেল কোকা-কোলার ইন্টারন্যাশনাল বেভারেজেস
- March 8, 2022
সম্প্রতি ‘বেস্ট ইনোভেশন-এসডিজি ইনক্লুশন’ বিভাগে…
রাজকীয় স্পর্শে টুয়েলভ ঈদ কালেকশন
- May 28, 2025
গ্রীষ্মের এই সময়ে 'হিট স্মার্ট ফ্যাশন'-এ জোর দেওয়া হয়েছে

