আমেরিকান পপস্টার কেটি পেরি। ফ্যাশন আইকন হিসেবেও সবার নজর কেড়েছেন। তার কালেকশনে স্থান পেয়েছে সুবাসিত স্যান্ডেল। নিজের ইনস্টাগ্রামে সামার কালেকশনের নতুন স্যান্ডেলের একটি ছবি দিয়ে লেখেন, রোদেলা দিনে হেঁটে চলুন কেটি পেরি কালেকশনের সুবাসিত নতুন স্যান্ডেলে। দ্য জেলি শিরোনামের এই কালেকশনে পাওয়া যাবে লাইম গ্রিন, লেমন ইয়েলো, স্ট্রবেরি রেড, বেরি পারপল, কমলা- এই পাঁচটি রঙের স্যান্ডেল। প্রতিটি স্যান্ডেলই আলাদা ফলের সুবাস ছড়াবে। এগুলো দেখতে অনেকটাই জেলির মতো। কেটি পেরির ভক্ত ও অনুসারীদের গ্রীষ্মের স্টাইল স্টেটমেন্টে আলাদা সুবাস ছড়াতে ইতিমধ্যে কেটি পেরি কালেকশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ফ্রুট সেন্টেড স্যান্ডেল।
Related Projects
সারপ্রাইজ লাভ উইদ ইনফিনিক্স
- February 12, 2025
প্রিয়জনকে চমকে দিতে এই ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নেওয়া যাবে ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস স্মার্টফোন
সোলাস্ট্যালজিয়া: বিবর্ণ দিগন্তের টুকরো
- October 21, 2024
'নিয়ন জল ও ভাসমান দ্বীপের চিত্রের মাধ্যমে অন্তরা খণ্ডিত অথচ আন্তঃসংযুক্ত গল্পগুলোকে ধারণ করেন, যা পরিবেশগত বিপর্যয়ের প্রান্তে থাকা ব্যক্তিদের সম্মিলিত অভিজ্ঞতার প্রতিফলিত ঘটায়'