আমেরিকান পপস্টার কেটি পেরি। ফ্যাশন আইকন হিসেবেও সবার নজর কেড়েছেন। তার কালেকশনে স্থান পেয়েছে সুবাসিত স্যান্ডেল। নিজের ইনস্টাগ্রামে সামার কালেকশনের নতুন স্যান্ডেলের একটি ছবি দিয়ে লেখেন, রোদেলা দিনে হেঁটে চলুন কেটি পেরি কালেকশনের সুবাসিত নতুন স্যান্ডেলে। দ্য জেলি শিরোনামের এই কালেকশনে পাওয়া যাবে লাইম গ্রিন, লেমন ইয়েলো, স্ট্রবেরি রেড, বেরি পারপল, কমলা- এই পাঁচটি রঙের স্যান্ডেল। প্রতিটি স্যান্ডেলই আলাদা ফলের সুবাস ছড়াবে। এগুলো দেখতে অনেকটাই জেলির মতো। কেটি পেরির ভক্ত ও অনুসারীদের গ্রীষ্মের স্টাইল স্টেটমেন্টে আলাদা সুবাস ছড়াতে ইতিমধ্যে কেটি পেরি কালেকশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ফ্রুট সেন্টেড স্যান্ডেল।
Related Projects
স্যামসাংয়ের টুইন কুলিং প্লাস প্রযুক্তির রেফ্রিজারেটর
- April 20, 2020
বিভিন্ন ক্যাটাগরির ৩০টি মডেলের রেফ্রিজারেটর…
উবারে যুক্ত রাউন্ড ট্রিপ
- February 1, 2024
এই নতুন ফিচারের সাহায্যে যাত্রীরা শহরের বাইরে ভ্রমণের সময় একই গাড়ি ও চালককে এক বা একাধিক দিনের জন্য বুক করতে পারবেন