আমেরিকান পপস্টার কেটি পেরি। ফ্যাশন আইকন হিসেবেও সবার নজর কেড়েছেন। তার কালেকশনে স্থান পেয়েছে সুবাসিত স্যান্ডেল। নিজের ইনস্টাগ্রামে সামার কালেকশনের নতুন স্যান্ডেলের একটি ছবি দিয়ে লেখেন, রোদেলা দিনে হেঁটে চলুন কেটি পেরি কালেকশনের সুবাসিত নতুন স্যান্ডেলে। দ্য জেলি শিরোনামের এই কালেকশনে পাওয়া যাবে লাইম গ্রিন, লেমন ইয়েলো, স্ট্রবেরি রেড, বেরি পারপল, কমলা- এই পাঁচটি রঙের স্যান্ডেল। প্রতিটি স্যান্ডেলই আলাদা ফলের সুবাস ছড়াবে। এগুলো দেখতে অনেকটাই জেলির মতো। কেটি পেরির ভক্ত ও অনুসারীদের গ্রীষ্মের স্টাইল স্টেটমেন্টে আলাদা সুবাস ছড়াতে ইতিমধ্যে কেটি পেরি কালেকশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ফ্রুট সেন্টেড স্যান্ডেল।
Related Projects
‘ডেসপিকেবল মি ফোর’ বাংলাদেশে
- July 3, 2024
এই সিরিজের প্রথম ছবি ২০১০ সালে, দ্বিতীয় কিস্তি ২০১৩ সালে এবং তৃতীয় কিস্তি ২০১৭ সালে মুক্তি পায়
ফোর পয়েন্ট বাই শেরাটন ঢাকাতে চলছে ষ্ট্রীট ফুড মার্কেট
- September 6, 2018
গুলশানের পাঁচ তারকা হোটেল ফোর পয়েন্ট বাই শেরাটনের দ্য ইটরি রেস্তোরাঁয় শুরু হয়েছে ষ্ট্রীট ফুড মার্কেট ফেস্টিভ্যাল