হালকা হিমেলে বাতাস আবার কিছুটা উষ্ণতা, এই অনুভূতি নিয়েই হেমন্ত ঋতুর আগমন। হেমন্তের এই বৈচিত্র্যের কারণে হেমন্তের পোশাকও হওয়া চাই ঋতু উপযোগী। তাই গরম ঠান্ডার এই তারতম্যকে মাথায় রেখে দেশীয় ফ্যাশন হাউস কে ক্র্যাফটের বাজারে এনেছে হেমন্ত আয়োজন। লংকাটের ড্রেস কিন্তু কাপড়টা আরামদায়ক অথবা টুপার্ট এর ড্রেস অথবা কেইপ টপস্ এসবই হেমন্তের উপযোগী পোশাক। একটু ভারি কাপড়ের টপস্ও যোগ করা যেতে পারে স্টাইল স্টেটমেন্টে। আর এসবই রয়েছে কে ক্র্যাফ্টের হেমন্ত আয়োজনে। রং হিসাবে রয়েছে হালকা ও গাঢ় সব ধরনের রং।
Related Projects
গোদরেজ-ইউনিয়ন বিডি প্রথম বিজনেস সামিট
- May 13, 2024
এই সামিটের মাধ্যমে গোদরেজ এবং ইউনিয়ন বিডি একসঙ্গে ব্যবসা বৃদ্ধির প্রতিশ্রুতি রাখে

