নব্বইয়ের দশকের শেষদিকে ক্যাপ্রি এসেছিল। টিনএজ ফ্যাশনে দারুণ হইচইয়ের গল্প আছে এই ক্যাপ্রি নিয়ে। নি লেংথ অবধি ছিল ক্যাপ্রি। পেয়ার আপ দেখা যেত টি-শার্ট, টপ, ফ্রকের সঙ্গে।
টিন থেকে ত্রিশ, আরামের সঙ্গে স্টাইলের মিশেলের এই বটম প্রিয় হয়ে উঠেছিল সবার। এবার, এত বছর পরে আবার ফিরছে ক্যাপ্রি।
ক্যাপ্রি ওয়াই টু কে ট্রেন্ডের ক্লদিং আইটেম। স্টাইলিংয়ের জন্যও তাকানো যেতে পারে সেদিকে। লুজ ফিটিং ক্যাপ্রি প্যান্টের সঙ্গে গোয়িং আউট টপসের মেলবন্ধন হতে পারে। স্টাইল স্প্যাগেটি স্ট্র্যাপ টপও বেছে নেওয়া যায়।
করসেট টপ, ভল্যুম স্লিভ ব্লাউজ, মেশ লং স্লিভ টপ, টাই ব্যাক ক্রপড টপ, সুপার ডাউন কাট-আউট টপ, বাবল বেবি ডল স্যাটিন টপ, বডিস্যুট, ক্যামি টপ, প্রিন্টেড মেশ টপ, ওয়ান শোল্ডার টপ অথবা ক্যামিসোল টপ। ক্যাপ্রির সঙ্গে মেলবন্ধনে এসব বেশ মানাবে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন