দেহের যেকোনো অংশের দূষণ দূর করে পরিপূর্ণ পরিষ্কার করতে কয়লা দারুণ কার্যকর। অ্যাকটিভেটেড চারকোল হচ্ছে একধরনের হেভি ডিউটি এজেন্ট যা লোমকূপের ভেতরে ঢুকে ডিপ ক্লিন করে ত্বক। বলা হয়, কয়লা এর ওজনের ১০০ থেকে ২০০ ভাগ বেশি ওজনের ময়লা আর দূষণ শোষণ করতে পারে। ফলে আর্মপিট অর্থাৎ বগলের ত্বকের ডিটক্সিফিকেশনে কয়লার চেয়ে ভালো উপাদান আর হয় না। নিয়মিত ডিওডোরেন্ট, রোল অন আর পারফিউম ব্যবহারের ফলে কেমিক্যাল জমতে শুরু করে ত্বকের এ অংশে। সঙ্গে শেভিং আর অতিরিক্ত ঘামের ফলে বগলে বিশ্রী দাগের সৃষ্টি হয়, যা দূর করতে চারকোলে তৈরি মাস্ক দুর্দান্ত কাজ করে। সে জন্য ২ টেবিল চামচ অ্যাকটিভেটেড চারকোল পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে চকচকে পেস্ট তৈরি করে নিতে হবে। মধুর ব্রাইটেনিং আর ব্লিচিং ইফেক্ট এ মিশ্রণকে আরও কার্যকর করে তোলে। আর্মপিট ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর মাস্কটি মাখিয়ে নিতে হবে। মিনিট পনেরো রেখে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এর নিয়মিত ব্যবহার ত্বককে করবে দাগমুক্ত এবং উজ্জ্বল।
Related Projects
‘মিসেস আর্থ ২০২৩’র মুকুট ব্যবসায়ীর মাথায়!
- July 23, 2023
এনভায়রনমেন্টাল-ফোকাসড বিউটি পেজেন্ট ‘মিসেস আর্থ’…
শরীরচর্চার আগে যা খাবেন
- August 11, 2024
ওয়ার্কআউটের আগে প্রতিটি ম্যাক্রোনিউট্রিয়েন্টের একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে। অবশ্য, ব্যক্তি ও ব্যায়ামের ধরন অনুসারে নির্ধারিত হয়-- কী অনুপাতে সেগুলো গ্রহণ করতে হবে