গুগল অ্যান্ড্রয়েড ফোনকে অন্ধদের সহায়ক হিসেবে গড়ে তুলতে যাচ্ছে। তারা ‘লুকআউট’ নামের একটি অ্যাপ নির্মাণ করতে যাচ্ছে। যা ইমেজ শনাক্তকরণ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নামের দুটি প্রযুক্তিকে ব্যবহার করে ফোনের ক্যামেরার মাধ্যমে যেকোনো দৃশ্য বর্ণনা করতে পারবে।
বর্তমানে অ্যাপটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই বছরের শেষের দিকে তারা অ্যাপটি ছাড়বে এবং পিক্সেল ডিভাইস থেকেই এর ব্যবহার শুরু হবে।
তবে এই অ্যাপ শুধু গুরুত্বপূর্ণ আইটেমগুলো বর্ণনা করবে। যদি কোনো ব্যক্তি এই বর্ণনা করার অপশনটি বন্ধ করতে চান, তবে ক্যামেরার ওপর হাত রাখলেই হবে বা অ্যাপটির পজ বাটনটি চাপলেই হবে।
এই অ্যাপে ভিজ্যুয়াল সার্চ টুল লেন্সের প্রযুক্তি ব্যবহার করেছে গুগল। কোম্পানিটি বলছে, লুকআউট অ্যাপটি মেশিন লার্নিং ও ইমেজ শনাক্তকরণের একটি সমন্বিত রূপ।
তবে অন্ধদের সাহায্য করার জন্য এ ধরনের অ্যাপ এটাই প্রথম নয়। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে মাইক্রোসফটও তাদের আইওএস ব্যবহারকারীদের জন্য প্রায় একই রকম একটি অ্যাপ তৈরি করেছিল। যেটি প্রিন্ট বা হস্তাক্ষরে লেখা পড়তে পারে, রং বর্ণনা করতে পারে এবং মুদ্রার মূল্যায়ন করতে পারে। তাতে চেহারা শনাক্তকরণের উপাদানও রয়েছে। গুগল বলছে, ভবিষ্যতে তারাও লুকআউটে চেহারা শনাক্তকরণের ফিচারটি যোগ করবে।