skip to Main Content
গয়নায় স্বাক্ষর

নারীদের গয়নাপ্রীতি সর্বজনবিদিত। হাতে তৈরি গয়না হলে তো কথাই নেই! নারীকে সুন্দর ও প্রশংসনীয় করতে এমনসব গয়নার পসরা সাজিয়েছে অনলাইন প্লাটফর্ম ‘স্বাক্ষর’।

বিভিন্ন ধরনের প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা নানান ধরনের বীজ, ফল ইত্যাদি দিয়ে গড়া হয়েছে স্বাক্ষরের গয়না। অনুসঙ্গ ও নকশায় নান্দনিকতা আনতে বিদেশ থেকেও আনা হয়েছে কিছু অনুষঙ্গ।

হাতে তৈরি এসব সৌন্দর্য প্রকাশের উপকরণ বা মর্যাদার প্রতীক গয়না নিয়ে কাজ করছেন ডিজাইনার নওরিন জাহান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নওরিন ছাত্রজীবন থেকেই বিভিন্ন ডিজাইনের সঙ্গে সম্পৃক্ত। ডিজাইনার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন দেশি ফ্যাশন ব্র্যান্ড দেশালে। সেই অভিজ্ঞতার আলোকেই স্বাক্ষরের যাত্রা শুরু।

‘পোশাকের সঙ্গে গয়নার একধরনের মেলবন্ধন রয়েছে। অনেকেই পোশাক তৈরি করেন, কিন্তু পোশাকের সঙ্গে মানানসই গয়নার কথা ভুলে যান। অথচ নিজেকে ফ্যাশনেবল করতে পোশাকের অন্যতম প্রধান অনুসঙ্গই গয়না। সেই চিন্তা থেকেই আমার গয়না তৈরি শুরু। সবাই বিভিন্ন ধরনের মেটালিক গয়না ব্যবহার করেন এবং দামটাও অনেক বেশি। তাই কম খরচে শরীর ও পরিবেশের সঙ্গে সহজেই মানানসই গয়না তৈরি করছি,’ বলেছেন স্বাক্ষর কর্ণধার নওরিন জাহান।

এই অনলাইন প্লাটফর্মের বয়স প্রায় সাত বছর। গয়নাগুলো হাতে তৈরি হওয়ায় খুব বেশি চকচকে হয় না। স্বাক্ষরের প্রধান ক্রেতা সাধারণত ঢাকাকেন্দ্রিক এবংশিল্পীমনারা, অর্থাৎ যারা ক্রাফট বা শিল্পকে গুরুত্ব দেন।

ছবি: স্বাক্ষরের সৌজন্যে

ঘরে বসে স্বাক্ষরের গয়না কিনতে ভিজিট করতে পারেন ফেসবুক পেজে: www.facebook.com/ShakkhorbyNourinJahan। তা ছাড়া যোগাযোগ করতে পারেন ০১৭৮৭ ০৪৭৮০৫ নম্বরে।

  • ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top