ছাতা হারানোর কীর্তি প্রায় সকলেরই আছে। গরমে রোদে অথবা বৃষ্টি থেকে বাঁচতে ছাতা ব্যবহার করে মানুষ। নানান কাজের ফাঁকে ছাতা সামলানো আসলেই কষ্টসাধ্য ব্যাপার। এমনও দেখা যায় এক মাসের ব্যবধানে অনেকে তিন–চারটি ছাতাও হারিয়ে ফেলেন।
দাম বেশি না হলেও ছাতার প্রয়োজন অনেক। কিছু জিনিস খেয়ালে রাখলেই ছাতা হারানোর জ্বালা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ছাতা না হারাতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।
* ছাতার হাতলে সব সময়ে একটি গার্টার কিংবা রাবার ব্যান্ড লাগিয়ে রাখুন। কোথাও গেলে ছাতাটি রাখার সময় অথবা শুকাতে দিলে গার্টারটি খুলে আঙুলে লাগিয়ে নিন। এতে বের হওয়ার সময় ছাতাটির কথা মনে থাকবে।
* সঙ্গে ব্যাগ থাকলে তাতে লম্বা একটি প্লাস্টিকের প্যাকেট রাখুন। ছাতা অন্য কোথাও শুকাতে দেওয়ার দরকার নেই। ছাতা ব্যবহার করা হয়ে গেলে বন্ধ করে প্যাকেটে রেখে দিন। এতে ছাতা সব সময়ে আপনার ব্যাগেই থাকবে।
* ফোনের ওয়ালপেপারে অথবা স্ক্রিনসেভারে একটি ছাতার ছবি দিয়ে রাখুন। কারণ, ফোনের দিকে আমাদের নজর একটু বেশি পড়ে। তখন সেখানে ছাতার ছবি থাকলে সহজেই মনে পড়ে যাবে ছাতার কথা।
* ছাতা নিতে যেন ভুলে না যায়, তা মনে করিয়ে দেওয়ার জন্য গুগল প্লেস্টোরে নানা রকমের অ্যাপ পাওয়া যায়। প্রয়োজনে সেগুলো ব্যবহার করতে পারেন।
* কারও ছাতা হারানোর প্রবণতা খুব বেশি হলে ছোট ফোল্ডিং ছাতা ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং তুলনামূলক বড় ছাতা ব্যবহার করুন। এতে ছাতা হারানোর প্রবণতা অনেক কমে যাবে।