ব্যতিক্রমী গানের আসর ‘কানসূতা’। ৩১ আগস্ট সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে গানশালার আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কানসূতা ০০২’ নামের শ্রোতা-শিল্পীদের গানকথার এই আসর। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সুজন ও সুকন্যা। গানগুলো লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর এবং সংগীতায়োজন করেছেন কামরুজ্জামান সুজন।
অনুষ্ঠানটির বিষয়ে ফাহমিদা নবী বলেন, ‘গান এবং কানের একটা নিবিড় সম্পর্ক আছে। এই গান এবং কানের মাঝখানে যে মেলবন্ধন, সেটাকেই বলা হচ্ছে কানসূতা। এই দ্বিতীয়বারের মতো হচ্ছে কানসূতা। আমার সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীও আছেন। তারাও গাইবেন।’
আয়োজনের উদ্যোক্তা এনামুল করিম নির্ঝর বলেন, ‘আমার কাছে সময়টা হচ্ছে আত্মোপলব্ধির মতো ব্যাপার। গানের কথায় বোধের দরজার যতটুকু ঢোকা যায় বরাবরের মতো সে চেষ্টাই থাকছে গানগুলোতে। আর আয়োজন নিয়ে বলতে গেলে, গান প্রকাশের আগে শ্রোতা ও শিল্পীকে মুখোমুখি করে দেওয়া, জবাবদিহির একটা জায়গা তৈরি হওয়া আর আড্ডা। ভালো গান তৈরিতে শ্রোতা এবং শিল্পীর এ মতবিনিময় খুব জরুরি।’
উল্লেখ্য, ইতোপূর্বে অর্ক সুমনের সঙ্গীতায়োজনে ‘কানসূতা ০০১’ এ প্রকাশিত হয়েছিল আরমিন মুসা, অর্ক ও জয়িতা’র গান।