জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে দুই দিনের নজরুল উৎসব। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুক্রবার থেকে শুরু হওয়া উৎসবের আয়োজক বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা। উৎসবের প্রথম দিনে নজরুল সঙ্গীতের চর্চা, প্রচার ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় পশ্চিমবঙ্গের আগরতলার নজরুল সঙ্গীত শিল্পী মায়া রায়কে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল ও সহ-সভাপতি কবির নাতনি খিলখিল কাজী। এরপর কবির গান আর কবিতা পাঠের আসর বসে। শুরুতে সম্মেলক কণ্ঠে শিল্পীরা গেয়ে শোনান ‘দোলে ঝুলন দোলায়’। এরপর একে একে মঞ্চে আসেন প্রমিতা দে, সঞ্জয় কবিরাজ, শ্রাবন্তী ধর, নাহিয়ান দূরদানা শুচি, মোখলেসুর রহমান। নজরুলের গানের সুরে নাচ পরিবেশন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তার দল। একক নৃত্য পরিবেশন করেন আগরতলার শিল্পী অনুপমা দাশ। নজরুলের কবিতা আবৃত্তি করেন সুমনা বিশ্বাস। শুক্রবার শুরু হয়ে উৎসবটি শেষ হয় শনিবার।