ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘সারেগামাপা’-এর নবম সিজন। শুরু হবে ১০ সেপ্টেম্বর। এ রিয়েলিটি শোতে এবার বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন সাতজন প্রতিযোগী। তারা হচ্ছেন মুগ্ধ তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা, অবন্তি সিঁথি ও মাইনুল ইসলাম নোবেল। চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করার জন্য বর্তমানে তারা প্রশিক্ষণরত আছেন। সারেগামাপা-এ অংশগ্রহণ করতে বাংলাদেশের সাতজন গত আগস্ট মাসের শেষ সপ্তাহে ঢাকা ছেড়ে কলকাতায় গিয়েছেন বলে জানা গেছে।
সারেগামাপাতে অংশ নিতে যাওয়া বাংলাদেশি প্রতিযোগীরা ইতিমধ্যে দেশি কিছু রিয়েলিটি শোতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। মুগ্ধ চ্যানেল আই সেরা কণ্ঠ এবং মন্টি বাংলাদেশ আইডলে চ্যাম্পিয়ন হয়েছেন। মেজবা, ইতি ও আনিসা চ্যানেল আই সেরা কণ্ঠের, অবন্তি সিঁথি ‘ক্লোজআপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার ২০১২ সালে সেরা দশে ছিলেন।
মুগ্ধ তানজীম শরীফ বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে নিজের যোগ্যতা যাচাই করে দেখতে চাই। ছোট থেকেই এই রিয়েলিটি শো দেখছি। এখানে ওস্তাদ আর সংগীতবোদ্ধাদের কাছ থেকে সরাসরি কিছু শিখতে পারা আমার জন্য বড় অর্জন। আর সেরা কণ্ঠের পর গানে খুব সময় দিতে পারিনি। এখন আবার তা কাটিয়ে উঠতে চাই। কারণ, সামনে গান নিয়ে বড় পরিকল্পনা আছে।