ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি অগুনতি মানুষের আড্ডা ও স্মৃতির কেন্দ্রবিন্দু। ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীদের কাছে সময় কাটানোর এক দারুণ জায়গা। প্রাক্তন শিক্ষার্থীরাও সময় পেলে ছুটে আসেন এখানে; চায়ের কাপে চুমুক দিয়ে ডুবে যেতে থাকেন ব্যক্তিগত সোনালি অতীতে।
সম্প্রতি টিএসসির টি-স্টলগুলো নতুন সাজে সেজেছে। বর্ণিল রিকশাচিত্রে পেয়েছে যেন বাসন্তী প্রাণ!টি-স্টলগুলোকে এভাবে রঙিন করে তোলার নেপথ্যে স্বক্রিয় ভূমিকা রেখেছেন বিশ্ববিদ্যালয়ের ফিজিকস ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ মুকুটধারী মডেল শিরিন আক্তার শিলা। সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী এবং এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের অ্যাসোসিয়েট আর্ট ডিরেক্টর তাসমিত আফিয়াত অর্নি, ফিজিকস ডিপার্টমেন্টের শিক্ষার্থী সীমান্ত সাহা আর ড্রয়িং ও পেইন্টিং বিভাগের শিক্ষার্থী সানজিদা জেরিন সিন্থি।
১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে শিলা জানান, বাংলাদেশের ফোক আর্ট নিয়ে কাজ করার আগ্রহ থেকেই ‘দ্বিতীয় অধ্যায়: চায়ের কাপে রিকশাচিত্র’ শিরোনামে এই প্রকল্পের সূত্রপাত।
বইমেলা-আসন্ন এই সময়ে টিএসসি ঘিরে স্বাভাবিক সমাগমের চেয়ে বেশি ভিড় হয়ে থাকে। সেখানকার চিরচেনা টি-স্টলগুলোর এই বর্ণিল সাজ ইতোমধ্যেই আকৃষ্ট করেছে বহু মানুষকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে ইতিবাচক প্রতিক্রিয়া।