মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন প্রাক্তন মিস উরুগুয়ে শেরিকা দে আরমাস। দীর্ঘ দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াই শেষে, গত সপ্তাহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দ্য নিউইয়র্ক পোস্টসূত্রে জানা যায়, ২০১৫ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন শেরিকা। তখন তার বয়স ছিল ১৮।
এই বিউটি কুইনের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভাই মায়েক দে আরমাস এক আবেগঘন বার্তায় লিখেন, ‘উড়ে যাও আরও উঁচুতে, ছোট্ট বোন আমার, চিরকালের জন্য…।’ বর্তমান মিস উরুগুয়ে কার্লা রোমেরো লিখেছেন, শেরিকা ছিলেন ‘একজীবনে আমার দেখা সবচেয়ে সুন্দরী নারীদের একজন।’
‘আমি সব সময়ই মডেল হতে চেয়েছিলাম; হোক সেটি কোনো বিউটি মডেল, কোনো অ্যাডভারটাইজিং মডেল কিংবা কোনো ক্যাটওয়াক মডেল’– এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন শেরিকা। তার অকালমৃত্যুতে সৌন্দর্য দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।
- ক্যানভাস অনলাইন