ইউরোপের অন্যতম বৃহৎ টেক্সটাইল ও পোশাক প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৫-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্যাড গ্রুপ। এ প্রদর্শনীতে ট্যাড গ্রুপের অংশগ্রহণ বাংলাদেশের তৈরি পোশাক (RMG) খাতের সক্ষমতা ও বৈশ্বিক বাজারে অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৫, প্যারিস লে বোর্জে-তে আয়োজিত এই তিন দিনের প্রদর্শনীতে ট্যাড গ্রুপের হল ৪ (এইচ৪৩৮) বুথটি আন্তর্জাতিক ক্রেতাদের নজর কাড়ে। প্রিমিয়াম ডেনিম, আধুনিক ক্যাজুয়াল পোশাক ও টেইলার্ড গার্মেন্টসসহ বহুমুখী পণ্য প্রদর্শনের পাশাপাশি টেকসই সোর্সিং ও ফ্যাব্রিক উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ আয়োজনে ইউরোপীয় ও আন্তর্জাতিক শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ও ক্রেতাদের সঙ্গে গঠনমূলক আলোচনা করেছে ট্যাড গ্রুপ। এসব আলোচনায় বাংলাদেশের উৎপাদন দক্ষতা, সাপ্লাই চেইনের নির্ভরযোগ্যতা ও টেকসই প্রক্রিয়ার দিকগুলো বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের এই শিল্পের সম্ভাবনাময় এই শিল্পের সম্পর্কে ক্রেতাদের সঙ্গে জিজ্ঞেসার উত্তর দেওয়া হয়।
বিশ্বের প্রায় ১,৩০০-এরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের টেক্সওয়ার্ল্ডে, যেখানে বাংলাদেশি অংশগ্রহণকারীর সংখ্যা ২৭। তাদের মধ্যে ট্যাড গ্রুপের উপস্থিতি দেশের পোশাক শিল্পের বৈশ্বিক অবস্থানকে আরও উজ্জ্বল করেছে। ট্যাড গ্রুপ ধারাবাহিকভাবে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে; কেননা এর মাধ্যমে দেশের এই শিল্পকে বিশ্বের বাজারে আরও ভালোভাবে পরিচিত করা যায় এবং আমাদের এই শিল্পের প্রতিনিয়ত উদ্ভাবনী উদ্যোগকে ক্রেতা ও দর্শনার্থীদের সঙ্গে পরিচয় করে দেওয়ার সুযোগ তৈরি হয়।

ট্যাড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মি. আশিকুর রহমান তুহিন বলেন, ‘ইউরোপের অন্যতম এই আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য নতুন সহযোগিতা ও বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করছে। এ ধরনের উদ্যোগ বাংলাদেশের বৈশ্বিক সুনাম আরও বৃদ্ধি করবে। আমরা আশা করি এটা আমাদের ইউরোপে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে সাহায্য করবে।’
টেকসই উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক ফ্যাশন শিল্পে আরও শক্ত অবস্থান তৈরি করছে, যার প্রতিফলন ঘটেছে ট্যাড গ্রুপের এবারের অংশগ্রহণে তাদের উদ্ভাবনী পণ্য প্রদর্শনীর মাধ্যমে।
- ক্যানভাস অনলাইন
ছবি: ট্যাড গ্রুপ-এর সৌজন্যে

