পর্যটন হলো বৈচিত্র্য, সংস্কৃতি ও স্বাদের এক অনন্য উদযাপন। বর্ণিল সাজসজ্জা, লাইভ ফুড কাউন্টার এবং প্রাণবন্ত পরিবেশে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে ট্যুরিজম ফেস্ট ২০২৫, যা এক স্বাদবহুল ভ্রমণ, আনন্দ ও স্মৃতিময় মুহূর্তের মিলনমেলা।
বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর) উপলক্ষে ঢাকা রিজেন্সির এই আয়োজন শুরু হয়েছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫); চলবে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, টানা ১০ দিন। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত; হোটেলটির গ্রান্ডিওস রেস্টুরেন্টে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয় বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টায়, হোটেলটির জনপ্রিয় রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে, রিবন ও কেক কাটার মাধ্যমে। তাতে ঢাকা রিজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ ) শাহিদ হামিদ এফআইএইচ এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

১০ দিনের এই উৎসব উপহার দেবে এক ভিন্নধর্মী ফিউশন বুফে ডিনার, যেখানে প্রতিটি দিন সাজানো থাকবে ভিন্ন দেশের ভিন্ন স্বাদের খাবারের আয়োজন– ব্রিটিশ স্পেশালিটিজ ব্রিটানিয়া, ভূমধ্যসাগরীয় স্বাদে তুর্কি ও গ্রিক খাবার, ঐতিহ্যবাহী বাঙালি রান্না, স্প্যানিশ ও মেক্সিকান ফ্লেভারে ওয়েস্টার্ন ডিশ, ইতালিয়ান ও ফ্রেঞ্চ ক্লাসিক্সে ইউরোপীয়ন এলিগেন্স, এক্সোটিক অ্যারাবিয়ান টেস্ট, চাইনিজ ও থাই কুইজিনে প্যান এশিয়ান ফিউশন ইত্যাদি। সঙ্গে সিলেক্টেড কার্ডে ‘বাই ওয়ান গেট ওয়ান’ তো থাকছেই!
ঢাকা রিজেন্সি পিৎজায় বাই ওয়ান গেট ওয়ান, সকল ডেজার্টে ২০% ছাড়, সকল অতিথির জন্য হেলথ ক্লাবে ৪০% ছাড়, স্পা এবং সেলুনে ২৫% ছাড় অফারও রয়েছে। এ ক্ষেত্রে ঢাকা রিজেন্সির প্রিমিয়ার ক্লাবের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন।
এর পাশাপাশি, আনন্দের মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে ঢাকা রিজেন্সি এনেছে এক্সক্লুসিভ অফার; ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, ‘ডাইন থ্রি অ্যাট দ্য প্রাইস অব ওয়ান’। খরচ পড়েব ৮,৩৩৩ টাকা। পরিবার-বন্ধুদের নিয়ে রাজকীয় ভোজের এক অসাধারণ সুযোগ এটি। এ ছাড়াও, অতিথি-দর্শনার্থীদের জন্য থাকছে আরেক চমক। ঢাকা রিজেন্সি তাদের প্রাঙ্গণে ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৩ দিনব্যাপী মেলা আয়োজনের পরিকল্পনা করছে, যেখানে ১২টি নামিদামি পার্টনার অংশগ্রহণ করবে এবং তাদের অফারগুলোর প্রদর্শন ঘটাবে।
পর্যটন শুধু গন্তব্য নয়, এটি সংস্কৃতি, স্বাদ ও অভিজ্ঞতা ভাগাভাগির এক অনন্য যাত্রা। ট্যুরিজম ফেস্ট ২০২৫-এর মাধ্যমে ঢাকা রিজেন্সি তুলে ধরতে চায় বিশ্বের নানা কুইজিনের বৈচিত্র্য এবং তৈরি করতে চায় অতিথিদের জন্য স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা। রিজার্ভেশন অথবা বিস্তারিত জানতে কল করতে পারেন +৮৮০ ১৭১৩৩৩২৬৬১ নম্বরে, অথবা ভিজিট করতে পারেন https://www.facebook.com/share/1CDEtYf7P6/।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

