skip to Main Content
রাজকীয় স্পর্শে টুয়েলভ ঈদ কালেকশন

দেশের সকল নামকরা ব্র্যান্ডের ঈদ আয়োজনে সব সময়ই থাকে আভিজাত্যের ছোঁয়া। আবহাওয়ার সঙ্গে মানিয়ে, প্রচন্ড দাবদাহের মধ্যে ফ্যাশন সচেতনতার ট্রেন্ডি দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে সবাই উন্মুখ হয়ে থাকেন। ঈদুল আজহার বর্ণিল আয়োজনকে সামনে রেখে শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভও হেঁটেছে সে পথে।

‘ঈদে রাজকীয় ছোঁয়া, ফ্যাশনে মুগল গ্লোয়া’– স্লোগান নিয়ে এই ঈদে টুয়েলভ ক্লদিং এনেছে ট্র্যাডিশনাল এবং ট্রেন্ডি কালেকশন, যেখানে মুগল থিম, সফট ফ্লোরাল ডিজাইন আর প্যাস্টেল প্যালেট মিলে তৈরি করেছে এক রাজকীয় আধুনিকতার অপূর্ব সংমিশ্রণ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গরম মাথায় রেখে এবারের কালেকশনে ব্যবহার করা হয়েছে হালকা রংয়ের আরামদায়ক কাপড়; যেমন কটন, ভিসকস, মসলিন মিক্সড, লিনেন-ব্লেন্ড। বিশেষ করে পুরুষদের পাঞ্জাবিতে, লাইট কটন আর জ্যাকার্ড ফ্যাব্রিককে প্রাধান্য দেওয়া হয়েছে।

স্টাইলের পাশাপাশি কমফোর্টও যেন ফ্যাশনের অংশ হয়, সেটাই ফোকাস বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। গ্রীষ্মের এই সময়ে ‘হিট স্মার্ট ফ্যাশন’-এ জোর দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে সামার ফ্রেন্ডলি কালার; যেমন প্যাস্টেল, অফ-হোয়াইট, পিচ ও মিন্ট। সেই সঙ্গে কাপড়ের বুননে রাখা হয়েছে এয়ার টেক্সচার, যাতে এই পোশাক পরার পরও শরীরের অক্সিজেন গ্রহণে কোনো সমস্যা না হয়। পাশাপাশি, ডিজাইনে রয়েছে লুজ ফিট সিলুয়েট আর ফ্লোওয়ে কাট, যেন এই পোশাক পরে ঈদের আনন্দে চলাফেরায় থাকে স্বস্তির সুবাতাস।

কাপড়ের পাশাপাশি স্টিচিংয়েও একটু ভিন্নতা রয়েছে। ডাবল স্টিচিং টেকসই করার জন্য ফ্ল্যাট লক সেলাই ব্যবহৃত হয়েছে, যাতে স্কিন-ফ্রেন্ডলি হয়। নারীদের কালেকশনে আছে জরি ও সিকুইনের হ্যান্ড ফিনিশ টাচ; যেখানে প্রয়োজন মেশিন এমব্রয়ডারি, সেখানেও হাতের কাজ প্রাধান্য পেয়েছে। সেই সঙ্গে পুরুষদের পাঞ্জাবিতে মিনিমাল এবং ক্লাসি পিন টাক বা জ্যাকার্ড কাটওয়ার্কের সেলাই।

টুয়েলভের ক্রেতা শ্রেণিতেও একটু ভিন্নতা। ব্র্যান্ডটির মূল টার্গেট ১৮ থেকে ৩৫ বছর বয়সী ফ্যাশন সচেতন তরুণ-তরুণী। পাশাপাশি নারীদের কালেকশনে টিনএজার থেকে কর্মজীবী নারী পর্যন্ত সব বয়সের পছন্দের সংমিশ্রণ রাখা হয়েছে। আর, পুরুষদের জন্যও কলেজ পড়ুয়া থেকে কর্মব্যস্ত সব বয়সের মানুষের জন্য উপযোগী পাঞ্জাবি ও কাবলির সমারোহ রয়েছে টুয়েলভে। এমনকি কাপল বা ভাই-বোনের সঙ্গে ম্যাচিং করার মতো কম্বো সেটও এনেছে ব্র্যান্ডটি।

এবারের ঈদের কালেকশনে নারীদের জন্য আনা স্টাইলগুলোর মধ্যে রয়েছে কুর্তি, সেলওয়ার কামিজ সেট লং গাউন, টু পিস,কুর্তি-প্যান্ট সেট। অন্যদিকে, পুরুষদের জন্য রয়েছে ক্লাসিক পাঞ্জাবি, প্রিমিয়াম পাঞ্জাবি ও কাবলি সেট। এ ছাড়া কম্বো কালেকশন হিসেবে রয়েছে কাপল ম্যাচিং সেট।

সব মিলিয়ে অনেক ইউনিক স্টাইল নিয়ে টুয়েলভ ক্লদিং সাজিয়েছে এবারের ঈদ কালেকশন। যা ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়ে ট্রেন্ডি ফ্যাশনকে করেছে মানানসই।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: টুয়েলভ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top